রাউজান প্রতিনিধি
রাউজান উরকিরচর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরনী, প্রধান শিক্ষকের সংবর্ধনা ও আলোচনা সভা গত মঙ্গলবার হলরুমে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ। প্রধান শিক্ষক বিলাস কান্তি দাস এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র চন্দ, উত্তরজেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক এন. এ. বাবুল, উরকিরচর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের সওদাগর। সিনিয়র শিক্ষক কীর্তি রঞ্জন বড়ুয়ার সঞ্চালনায় অতিথি ছিলেন উরকিরচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুবিনুল হক, উরকিরচর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নাজিম উদ্দীন নীরু, ম্যানেজিং কমিটির সদস্য নাছির উদ্দীন, রাশেদা বেগম, বিএনপি নেতা মো. ইলিয়াস, আবদুল করিম, মো. হানিফ, সাইফুদ্দিন আত্তারী, আজগর আলী, মো. ওচমান, মো. ইসা প্রমুখ।
অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় উরকিরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলাস কান্তি দাসকে সম্মাননা স্মারক প্রদান করেন ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ। এছাড়াও ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষাথীদের সংবর্ধনা এবং সর্বশেষ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের অতিথিবৃন্দ পুরস্কার প্রদান করেন।