উপ-আঞ্চলিক স্কুল ও মাদ্রাসা দাবায় অং সিং মারমা ও সামিয়ার শিরোপা

1

চট্টগ্রামে উপ-আঞ্চলিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার দাবা ইভেন্টে বালক বড় বিভাগে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের ছাত্র অং সিং খোয়াই মারমা, বালক মধ্যম বিভাগে চট্টগ্রামের ফুলকি সহজপাঠ স্কুলের ছাত্র সৈয়দ শফিউল মুসনাবিন, বালিকা বড় বিভাগে কক্সবাজার জেলার ঈদগাঁও আদর্শ স্কুলের ছাত্রী সুহাইফা জান্নাত সামিয়া, বালিকা মধ্যম বিভাগে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের ছাত্রী শুওয়েচিং মার্মা চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করেছে।
গতকাল নাসিরাবাদ সরকারি স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী প্রতিযোগিতা শেষে দাবা কমিটির আহবায়ক ও নাসিরাবাদ সরকারি স্কুলের প্রধান শিক্ষক মো. আবদুর রহমান বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। নাসিরাবাদ সরকারি স্কুলের সিনিয়র শিক্ষক দেবাশীষ নন্দীর উপস্থাপনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বাগতিক স্কুলের সিনিয়র ক্রীড়া শিক্ষক রুপেন কুমার দে ও রাঙ্গামাটি জেলার ভূবনজয় সরকারি স্কুলের সিনিয়র শিক্ষক শান্তিময় চাকমা।
আজ সকাল ৯টায় জেলা ক্রীড়া সংস্থার সুইমিংপুলে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর রেজাউল করিম প্রধান অতিথি থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক সত্যজিৎ দাশ রুপো, মাউশি চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ড. গাজী গোলাম মাওলা, আঞ্চলিক উপ-পরিচালক উত্তম খীসা বিশেষ অতিথি থাকবেন। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সরকারি মুসলিম হাই স্কুলের প্রধান শিক্ষক মোরশেদুজ্জামান।