উপযুক্ত শিক্ষার অভাবে ক্রমশই পিছিয়ে পড়ছি

1

হাটহাজারী প্রতিনিধি

অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম (বীর প্রতীক) বলেছেন, শিক্ষা আমাদের মৌলিক অধিকার, এটা কারও কাছে চেয়ে নেয়ার বিষয় নয়। এটা জনগণের জন্য নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সবার জন্য শিক্ষার ব্যবস্থা করাটা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু রাষ্ট্র সবার শিক্ষা নিশ্চিত করতে পারছেনা বলে নানা উদ্যোগ আয়োজনে ব্যক্তি পর্যায়ে সামষ্টিক পর্যায়ে নানা রকম শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে।
গতকাল রবিবার দুপুরে দিকে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের গুল মোহাম্মদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতিকে শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে এমনটা জানিয়ে উপদেষ্টা ফারুক-ই-আজম (বীরপ্রতীক) বলেন, উপযুক্ত শিক্ষার অভাবে আমরা ক্রমশই পিছিয়ে পড়ছি। তাই, আগামি প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তুলতে এলাকার কল্যাণ চেতনায় উদ্বুদ্ধ হয়ে গুল মোহাম্মদ চৌধুরী উচ্চ বিদ্যালয়টি সৃষ্টি হয়েছে। এটা শুধুমাত্র আমাদের বাড়ির জন্য নয়, এটা পুরো এলাকার জন্য। তবে, বিদ্যালয়টির প্রতিষ্ঠার জন্য জায়গাটি গুল মোহাম্মদ চৌধুরী দিয়েছেন বলে ওনার নামে বিদ্যালয়টির নামকরণ করা হয়েছে।এ সময় প্রধান অতিথি আরও বলেন, আমরা এলাকাবাসিকে নিয়ে সম্মিলিতভাবে এই স্কুলটি পরিচালনা করব। এই স্কুলকে বহুমূখী কাজে ব্যবহার করা হবে। এটাকে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও ব্যবহার করা যাবে। এটাকে আমরা শুধু স্কুলে সীমাবদ্ধ রাখব না। এটাকে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় করারও ইচ্ছে আছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এর প্রফেসর ডা. মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন আবুল হোসেন-জেবুন্নেছা ট্রাস্টের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম। এতে স্বাগত বক্তব্য রাখেন মোরশেদুল ইসলাম চৌধুরী।
মুজিবুর রহমান চৌধুরী ও আবু বক্কর সোহেলের যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর রেজাউল করিম, চবি’র হিসাববিজ্ঞানের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান, ক্রিকেট বোর্ডের পরিচালক মনজুরুল আলম, পরিচালক আকরাম খান, ডা. মো. মাহবুব আলম চৌধুরী, ড. নিজাম মোর্শেদ চৌধুরী, সাবিনা আকরাম, জাহাঙ্গীর আলম, প্যানেল চেয়ারম্যান শফিউল আজম, মাহবুব আলম মাস্টার, আবদুল লতিফ সিদ্দিকী, এমরান হোসেন, মো. সৈয়দ মেম্বার ও দিদারুল আলম চৌধুরী প্রমুখ।
এতে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) লুৎফুন নাহার শারমীন, উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, উপজেলা শিক্ষা অফিসার রোজিনা রহমান এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মুহাম্মদ ইকবাল হোসাইন প্রমুখ।