উপদেষ্টা পরিষদ পুনর্গঠন ও ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ দাবি বিএনপির

4

পূর্বদেশ ডেস্ক

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি করার পাশাপাশি বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছে বিএনপি।
গতকাল শনিবার রাতে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বিফ্রিংয়ে প্রধান উপদেষ্টার কাছে তাদের এসব দাবি তুলে ধরার কথা বলেন। রাত পৌনে ৮টার দিকে বিএনপির চার নেতার সঙ্গে শুরু হওয়া বৈঠক চলে রাত ৮টা ৩৫ মিনিট পর্যন্ত। বৈঠক শেষে বিফ্রিংয়ে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দেওয়ার কথা বললেও তাদের নাম বলেননি খন্দকার মোশাররফ। এ সময় তার সঙ্গে থাকা দলের স্থায়ী কমিটির আরেক সদস্য মঈন খান বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলেছি, আজকে বাংলাদেশে যে নৈরাজ্য হচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হচ্ছে, এক ঘোষণার ফলশ্রুতিতে বাংলাদেশে শান্তিশৃঙ্খলা এবং গণতন্ত্র ফিরে আসবে। খবর বিডি ও বাংলা ট্রিবিউনের।
প্রতিনিধি দলের সদস্য স্থায়ী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ডিসেম্বরের আগেও নির্বাচন সম্ভব বলে তারা প্রধান উপদেষ্টাকে বলেছেন। মূলত সংস্কার বিচার এবং নির্বাচন এই তিনটার ওপর আলোচনা হয়েছে। সংস্কারের বিষয়ে আমরা পরিষ্কার এবং ওনারা একমত হয়েছেন, সংস্কার যেখানে ঐকমত্যের ভিত্তিতে হওয়ার কথা, তার ভিত্তিতে সংস্কার কাজ সম্পন্ন হবে। সেই কাজ অতি সহসা সম্পন্ন করা সম্ভব। এখানে কোনও দ্বিমত পোষণ করেননি। বিচার ব্যবস্থা বিচার বিভাগ করবে এবং বিচারের আওতায় আনার ব্যাপারে যে আলোচনা হয়েছে, এখানে ওনাদের কোনও দ্বিমত নেই। সুতরাং, ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। এই আলোচনাও হয়েছে।
নির্বাচনের রোডম্যাপের বিষয়ে কোনো আশ্বাস পেয়েছেন কিনা জানতে চাইলে বিএনপির প্রতিনিধি দলের সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, এরকমের নির্দিষ্ট কোনো কথা হয় নাই। উনি (প্রধান উপদেষ্টা) স্পেসিফিক কিছু জানান নাই। আমরা আমাদের দাবিগুলো ওনাকে লিখিতভাবে জানিয়ে এসেছি। হয়ত ওনারা প্রেসের মাধ্যমে জানাবেন।
আপনারা আলোচনায় সন্তুষ্ট কিনা জানতে চাইলে সালাহউদ্দিন বলেন, এখনই প্রতিক্রিয়া জানানোর দরকার নেই। ওনারা প্রেসে প্রতিক্রিয়া জানালে আমরা পরে জানাব।
খন্দকার মোশাররফ বলেন, আমাদের আলোচনার মধ্যে আসছে সংস্কার, বিচার এবং নির্বাচন। আমরা বলেছি, একটার সঙ্গে আরেকটার সম্পর্ক নাই। কারণ সংস্কার একটা চলমান প্রক্রিয়া। আমরা আশা করছি, এই সরকার সবার সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে একটা সংস্কার দেবে। সেটা চলমান থাকবে। জনগণ যদি ভবিষ্যতে ক্ষমতায় বসায়, আমরা চলমান সংস্কারগুলো বাস্তবায়নের প্রচেষ্টা নেব।
তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য দ্রুত রোডম্যাপ প্রণয়নের দাবি আমরা জানিয়েছি। বাংলাদেশের মানুষ বিশ্বাস করে, অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে।
নির্বাচন নিয়ে দলগুলোর মতপার্থক্যের মধ্যে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ‘পদত্যাগ ভাবনা’ ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক অস্থিরতার মধ্যে তার সঙ্গে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল।
দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে বিএনপির চার সদস্যের প্রতিনিধি দল এতে অংশ নেন।
ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন নিয়ে সেনাপ্রধানের বক্তব্য, বিভিন্ন বিষয়ে তার সঙ্গে অন্তর্র্বতী সরকারের মতভিন্নতা; সেই সঙ্গে প্রধান উপদেষ্টার ‘পদত্যাগের ভাবনা’— সব কিছু মিলিয়ে রাজনীতিতে তৈরি হওয়া অস্থিরতার মধ্যে আগের দিন এ বৈঠক ডাকা হয়েছিল। বিএনপির পর রাতে জামায়াতে ইসলামী এবং এরপর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা।
আজ আরও কয়েকটি দলের সঙ্গেও প্রধান উপদেষ্টা বসবেন বলে গতকাল বিকালে জানিয়েছেন তার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।