উপদেষ্টা ‘খুঁজছে’ এনসিপি

4

উপদেষ্টা পরিষদ গঠনের লক্ষ্যে সার্চ কমিটি করেছে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি। কমিটিতে সমন্বয়কারী হিসেবে আছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহব্বায়ক সামান্তা শারমিন। আহব্বায়ক নাহিদ ইসলামের অনুমোদনক্রমে গঠন করা এ সার্চ কমিটিতে সদস্য হিসেবে আছেন যুগ্ম আহব্বায়ক তাজনূভা জাবীন, সুলতান মোহাম্মদ জাকারিয়া, ড. আতিক মুজাহিদ, অর্পিতা শ্যামা দেব ও খালেদ সাইফুল্লাহ।
দলের যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ, মোশফিকুর রহমান জোহান, মীর আরশাদুল হক, মাওলানা সানাউল্লাহ খান, যুগ্ম মুখ্য সমন্বয়ক দিলশানা পারুল ও খান মুহাম্মদ মুরসালীনও সার্চ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
সার্চ কমিটির সদস্য আলাউদ্দীন মোহাম্মদ বলেন, ‘এক মাসের মধ্যে আমরা উপদেষ্টা পরিষদ ঠিক করার চেষ্টা করব। দলের নীতি নির্ধারণে উপদেষ্টাদের গুরুত্বপূর্ণ ভ‚মিকা থাকবে। শিক্ষক, সাংবাদিক, পেশাজীবীসহ বিভিন্ন অঙ্গনের অভিজ্ঞদের আমরা উপদেষ্টা পরিষদে নিয়ে আসব।’
জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের হাত ধরে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে এনসিপি। এতে আহব্বায়ক হিসেবে আছেন নাহিদ ইসলাম; আখতার হোসেন আছেন সদস্যসচিব পদে।
আত্মপ্রকাশের প্রায় আড়াই মাসের মাথায় গতকাল শুক্রবার আত্মপ্রকাশ ঘটে এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির। ১৩১ সদস্যের এ সংগঠনে আহব্বায়কের পদ দেওয়া হয়েছে দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক তারিকুল ইসলামকে। যুগ্ম সদস্য সচিব জাহেদুল ইসলাম সামলাবেন সদস্য সচিবের দায়িত্ব। মুখ্য সংগঠকের পদ পেয়েছেন ফরহাদ সোহেল।