হাটহাজারী প্রতিনিধি
হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় উপজেলা ফুটবল লীগে কুয়াইশ স্পায়ারের জয়লাভ করেছে। রবিবার (১১ মে) হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় কুয়াইশ স্পায়ার ২-১ গোলে হাটহাজারী স্পোর্টস ক্লাবকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে ১-১ গোলে ড্র ছিল। খেলার ১০ মিনিটের সময় স্পোর্টস ক্লাবের স্ট্রাইকার সাইফুল এর পেনাল্টি থেকে নেওয়া শর্ট স্পায়ারের গোলকিপার আলমগীর বাদশা ঠেকিয়ে দেয়। খেলার ১৫ মিনিটের সময় স্পোর্টস ক্লাবের রিয়াদ গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। খেলার ৩৫ মিনিটের সময় কুয়াইশ স্পায়ারের মাহফুজ গোল করে খেলার সমাতা আনে। খেলার দ্বিতীয়আর্ধের ৩০ মিনিটের সময় কুয়াইশ স্পায়ারের সুজন গোল করে ২-১ গোলের জয় নিশ্চিত করেন।
খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় কুয়াইশ স্পায়ারের গোলরক্ষক আলমগীর বাদশা। তাকে ম্যান অব দ্যা ম্যাচ এর পুরস্কার প্রদান এবং অংশগ্রহণকারী কুয়াইশ স্পায়ারকে সংস্থার পক্ষ থেকে প্রাইজমানি প্রদান করেন ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য আব্দুল মান্নান দৌলত। এ সময় উপস্থিত ছিলেন আছলাম মোর্শেদ, খোরশেদ আলম শিমুল, সামিন রহমান, জাহাঙ্গীর আলম, খোরশেদ আলম, তারেক আজিজ, সেলিম উদ্দিন রিয়াজ, সোহেল সিদ্দিকী, রেজাউল করিম বাবু, ক্রীড়া সংগটক, আবুল বশর ও মঞ্জু প্রমুখ।
উল্লেখ্য, এই গ্রুপের অন্য দল মির্জাপুর মিতালী, আজকের প্রতিদ্বন্দ্বী দুই দলকে পরাজিত করে ইতিমধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলার নিশ্চিত করেছে। আগামী ১৬ মে (শুক্রবার) খেলা : বিকাল ৩ টার হাটহাজারী আরজি ফুটবল একাডেমী বনাম হাটহাজারী ফুটবল একাডেমী।