উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

4

কাপ্তাই প্রতিনিধি

কাপ্তাই থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাঙামাটি জেলা পরিষদের সাবেক সদস্য অংসুই ছাইন চৌধুরীকে আটক করা হয়েছে। গত সোমবার রাত ১১ টায় চট্টগ্রামের খুলশী থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। অংসুই ছাইন চৌধুরী উপজেলার চিৎমরম ইউনিয়নের হেডম্যান পাড়ার মৃত সুইচাহ্লা মারমার ছেলে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ জানান, গ্রেপ্তার আওয়ামী লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরীর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে কাপ্তাই নতুন বাজার এলাকায় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের ওপর হামলা ও নাশকতা, ভাঙচুর করাসহ অরাজকতা সৃষ্টির সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে মামলা রয়েছে। ওই মামলার তদন্ত কর্মকর্তা কাপ্তাই থানার ওসি (তদন্ত) ওলি উল্লাহর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
ওলি উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চট্টগ্রামের খুলশী থানা এলাকায় অভিযান পরিচালনা করে অংসুই ছাইন চৌধুরীকে গত সোমবার রাতে গ্রেপ্তার করা হয়। তাকে মঙ্গলবার (গতকাল) রাঙামাটি জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।