মহানগর মহিলা আ.লীগের সমাবেশ :
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী বলেছেন, প্রয়াত চট্টলবীর এবিএম মহিউদ্দীন চৌধুরীর উত্তরসূরী হিসাবে চট্টগ্রামের উন্নয়নের জয়যাত্রা অব্যাহত রাখব। আমি মেয়র নির্বাচিত হলে সে ধারা অব্যাহত রেখে এ নগরীকে বিশ্বমানের উন্নীত করবো। আমি বিশ্বাস করি নারী সমাজ উন্নয়নের পুরোধা, তারা সংসারিক সমাজে এবং রাষ্ট্রে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে দেশকে এগিয়ে নিচ্ছেন। তিনি গত ১৪ মার্চ সকালে নগরীর কে.সি দে রোডস্থ প্রধান নির্বাচনী কার্য্যলয়ে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত নারী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এ কথাগুলো বলেন। সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রধান সমন্বয়ক ইঞ্জি. মোশাররফ হোসেন এমপি বলেন, মুজিব বষের্র শুরুতে বারুদগন্ধি স্বাধীনতার মাসে শেখ হাসিনাকে নৌকা প্রতীকের বিজয় উপহার দিয়ে চট্টগ্রাম ইতিহাসের অংশীদার হবে। সমাবেশে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি সাফিয়া খাতুন বলেছেন, এই চট্টগ্রামকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জন্মভুমি গোপালগঞ্জের পর বেশি ভালবাসেন। আমি আনন্দিত ও গর্বিত, চট্টগ্রাম মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন মহিলা আওয়ামী লীগকে ৪৩ টি সাংগঠনিক ওয়ার্ডকে সংগঠিত করেছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, মহিলারা পারেন মানুষের মন জয় করতে। তবে কেন জানি না, কিছু কিছু মহিলা এখনো স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী অপশক্তির কাজ করে নারীদের বিভ্রান্ত করছেন। এদের অবশ্যই চিহ্নিত করতে হবে। কারণ তারা আমাদের নতুন প্রজন্মের অভিশাপ। সভাপতির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন। চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মালেকা চৌধুরী সঞ্চলনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলেয়া পারভীন রঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক শিরীণ রুখসানা, শিখা চক্রবর্ত্তী, সাংগঠনিক সম্পাদক দিলরুবা জামান শেলী, শেখ আনোয়ার কলি পুতুল, সুরাইয়া বেগম ইভা, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি চেমন আরা তৈয়ব, সাধারণ সম্পাদক লুবনা হারুন, উত্তর জেলার সভাপতি দিলোয়ারা ইউসুফ, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য জাকিয়া আনোয়ার, মহানগর মহিলা আওয়ামী লীগের সহসভাপতি মমতাজ খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউন্সিলর নীলু নাগ, হোসনে আরা বেগম, খোরশেদা বেগম, হাসিনা আকতার টুনু, হুরে আরা বিউটি, লায়লা আকতার এটলী, আয়েশা আলম, শাহীন আকতার রোজী, সুপ্রিয়া ভট্টাচার্য্য, তসলিমা জাহান রুবী, আয়েশা সিদ্দিকা, আয়েশা আকতার পান্না প্রমুখ।
বিজয়’৭১ এর প্রচারপত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন :
মহান মুক্তিযুদ্ধের চেতনার সংগঠন বিজয়’৭১ ও চট্টগ্রাম প্রাতিষ্ঠানিক বীর মুক্তিযোদ্ধা সমবায় সমিতির যৌথ উদ্যোগে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী’র সমর্থনে ১৪ মার্চ ২০২০ শনিবার কে.সি.দে রোডস্থ প্রধান নির্বাচন কার্যালয়ে প্রচারপত্র বিতরণী উদ্বোধন করা হয়। বিতরণী প্রচারপত্র উদ্বোধন করেন মেয়র প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, দেওয়ান মাকসুদ, ডা. এ.কিউ.এম সিরাজুল ইসলাম চৌধুরী, ড. মাসুম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী সুজিত রায়, কল্পনা লালা, সনজিত বড়–য়া, অঞ্চল চৌধুরী, আবদুল হালিম দোভাষ, বিজয়’৭১ এর সভাপতি সজল চৌধুরী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লায়ন ডা. আর.কে. রুবেল, আলাউদ্দিন তাহের, দীপেন চৌধুরী, গ্রূপ থিয়েটার ফোরামের সাধারণ সম্পাদক শাহ আলম, নৃত্যশিল্পী সংস্থার সহ-সভাপতি শুভ্রা সেনগুপ্তা প্রমুখ। উদ্বোধনী বক্তব্যে এম. রেজাউল করিম চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় শাণিত হয়ে বিজয়’৭১ সংস্কৃতিকর্মীদের সহযাত্রী করে যে কার্যক্রম শুরু করে তাতে আমি অত্যন্ত আনন্দিত। আমি বিশ্বাস করি সংস্কৃতি একটি জাতির চেতনার শেকড়। তিনি মুক্তিযুদ্ধের অম্লান স্মৃতিকে জাগরুক করার লক্ষ্যে এবং একটি সুন্দর সমাজ ব্যবস্থায় নগরী গড়ার প্রত্যয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীকে ভোট প্রদানের মাধ্যমে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে কার্যকর ভূমিকা রাখার আহব্বান জানান।
রিয়াজউদ্দিন বাজার যুবলীগ নেতৃবৃন্দগণসংযোগ :
প্রধানমন্ত্রী, দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনা সূচিত উন্নয়ন অগ্রযাত্রা ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ভিশন-মিশন বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরীকে আগামী ২৯ মার্চ নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য নগরীর রিয়াজ উদ্দিন বাজারে গণসংযোগ করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। গণসংযোগকালে সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ এবং ব্যবসায়ীদের সাথে কৌশল বিনিময় করে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন চসিক নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা শেখ বসির আহমেদ, নগর যুবলীগ নেতা মনজুরুল আলম রিমু, আজাদ রহমান, সোহেল ইকবাল, আলাউদ্দিন খান, তাজুল ইসলাম, তুহিন অভি, তাহমিদ তামিম, জুবায়ের আলম ইরফান প্রমুখ।
চান্দগাঁও ওয়ার্ডে নৌকার নির্বাচনী অফিস উদ্বোধন :
আগামী ২৯ মার্চ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মো. রেজাউল করিম চৌধুরীর চান্দগাঁও ৪ নং ওয়ার্ডে নৌকার নির্বাচনী অফিস উদ্বোধন করেন চান্দগাঁও, মোহরা ওয়ার্ড আওয়ামীলীগের নির্বাচনী সমন্বয়ক চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম। এসময় তিনি বলেন, নৌকা জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীক, জননেত্রী শেখ হাসিনার প্রতীক।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন থানা আওয়ামী লীগের আহবায়ক আলহাজ¦ নুরুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আইয়ুব খান, নুরুল হুদা লালু, শামসুল ইসলাম বিএসসি, সদরুল আলম খান, সিরাজুল ইসলাম, আলী আকবর, তজকির আহম্মদ, আলহাজ¦ আবু বক্কর, হুমায়ুন কবির হেলাল, শওকত আলম, আবছার খান, যুবলীগ নেতা সরোয়ার আলম খান, আবু বক্কর চৌধুরী নুর মোহাম্মদ খোকন, মেজবাহ উদ্দিন, মাইনু, ইব্রাহীম ভুট্টো, লিয়াকত আলী, এস.এম মাসুদ, মো. জাহেদ, বাদশা চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগ নেতা শওকত আকবর রাশেদ, হাসান মুরাদ জাবেদ, মো. শাহাজাহান, জামাল উদ্দিন, মো. জামাল, ছাত্রলীগ নেতা ইমাম উদ্দিন, এস.এম মামুন হোসাইন, মো. সুমন, ফরহাদ, ফোরকান, রহিম প্রমুখ।
আওয়ামী যুবলীগ কেন্দ্রিয় নির্বাচন পরিচালনা কমিটির গণসংযোগ :
প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সূচিত উন্নয়ন কর্মকান্ডকে সুসম্পন্ন করতে আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদে এম. রেজাউল করিম চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহব্বান জানিয়ে টাইগারপাস মালিপাড়া, মাজার কলোনী, টাইগারপাস মোড়, পিডবিøউ কলোনী ও টাইগার পাস রেলওয়ে কলোনী গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগ কেন্দ্রিয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সনত বড়ুয়া, দেলোয়ার হোসেন দেলু, আজিজ উদ্দিন চৌধুরী, শেখ মহিউদ্দিন বাবু, আজিম উদ্দিন চৌধুরী, গোলাম কিবরিয়া ডালিম, আহমেদ হাসান জুয়েল, মাসুদ রানা, পুজন লোধ, মহানগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য ইমরান আহমেদ শাওন, মো: টিপু, ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাংষ্কৃতিক সম্পাদক মো: আল আমিন প্রমুখ।