গত ১১ মার্চ মোমিন রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের এক বর্ধিত সভা ওয়ার্ড সভাপতি আবুল হাশেম বাবুলের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। সভায় আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট সুনীল সরকার, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ও শ্রমিক নেতা সফর আলী, মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, কোতোয়ালী থানা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব ফিরোজ আহমেদ। সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা রাশেদুল আলম, হাজী মো: সাহাব উদ্দিন, মো: এনামুল হক, মো: জাহাঙ্গীর আলম, চিত্ত রঞ্জন সরকার, মো: সোলাইমান, আতাউর রহমান বরকত, অধ্যাপক শফিউল বশর, মো: সৈয়দুল আলম, মো: আব্দুস সুবহান, মো: জাহাঙ্গীর মোস্তফা, মো: ইসমাইল, অনিল দাশ, মো: শামশুদ্দিন নুরী, শেখ সাইফুদ্দিন খালেদ রানা, জাফরিন সুলতানা পম্পি, নবুয়াত আরা সিদ্দিকী রকি, বাবুল দেব রায়, সেলিম জাহাঙ্গীর, মৃদুল কুমার দাশ, রঞ্জন রশ্মি বড়ুয়া, সৈয়দা শাহানারা বেগম, মো: ইমতিয়াজ হোসেন, মো: শুক্কুর, আবু ফরহাদ সাবু, তৌহিদুর রহমান, মো: শরফুদ্দিন মাহি, কাঞ্চন চৌধুরী, সাইদুল হক, মো: মুন্সি মিয়া, বাবু সুভাষ দেব, সাংবাদিক মহরম হোসাইন, সুচিত্রা গুহ টুম্পা, পিংকু দেব রায়, এ.এইচ.এম কামাল বাবলু, মো: জাবেদ, সরওয়ার আলম বাপ্পা, মো: জিয়া, নুরুল আলম টুকু, ওয়ার্ড যুবলীগের আহব্বায়ক মো: আইয়ুব, যুগ্ম আহব্বায়ক আসহাব রসুল চৌধুরী জাহেদ, হুমায়ুন কবির মাসুদ, মো: আজিম উদ্দিন, যুবলীগ নেতা মো: জাহেদ মিয়া, ইকবাল আহমেদ ইমু, সিজার বড়ুয়া প্রমুখ। গুরুত্বপূর্ণ বর্ধিত সভায় আওয়ামী লীগ কর্তৃক সমর্থিত জামালখান ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী শৈবাল দাশ সুমন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী আঞ্জুমান আরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় জলাবদ্ধতামুক্ত ও পরিচ্ছন্ন নগরী গড়তে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আওয়ামী লীগ সমর্থিত ও মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ.এম রেজাউল করিম চৌধুরীকে জয়যুক্ত করতে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিঃস্বার্থভাবে কাজ করার অনুরোধ জানান এবং দলকর্তৃক সমর্থিত সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদেরকে জয়যুক্ত করে তৃণমুল পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন মাঠ পর্যায়ে পৌঁছে দেওয়ার আহব্বান জানান। বিজ্ঞপ্তি