দশবছর আগে নবম জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের ৮৫ ভাগ মানুষ আমাকে ভোট দিয়েছিল। দলমত নির্বিশেষে আমি নিজের জন্মস্থানের মানুষের অকৃত্রিম ভালোবাসায় নির্বাচিত হয়েছিলাম। আমিও নির্বাচিত হয়ে দলমত নির্বিশেষে আমার দরজা খোলা রেখেছিলাম সবার জন্য। ২০০৮ সালের নির্বাচনে যারা আমার বিরুদ্ধে মাইকিং করেছিল তাদের চাকরি দিয়েছি। রাঙ্গুনিয়ার প্রতিটি গ্রাম ও পাড়া উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে। দক্ষিণ রাঙ্গুনিয়াবাসীর আজন্ম দুঃখ ছিল শিলক খালের উপর দুটি ব্রিজ। ভোট আসলে সেগুলোতে শুধু মাপামাপি করা হতো। কিন্তু ব্রিজ হয়নি। শিলক খালে এখন দুটির পরিবর্তে পাঁচটি ব্রিজ হয়েছে। রাঙ্গুনিয়ায় মাপামাপির রাজনীতি শেষ, এখন উন্নয়নের রাজনীতি চলছে। উন্নয়নের রাজনীতির জন্য নৌকায় ভোট দিন। উন্নয়নের এই ধারাবাহিকতা রক্ষায় এবারের নির্বাচনে কোনরকমে ৩৩ পেয়ে পাস করলে চলবেনা। শতভাগ ভোটে আওয়ামী লীগের নৌকা প্রতীককে গোল্ডেন জিপিএ অর্জন করে জননেত্রী শেখ হাসিনাকে রাঙ্গুনিয়া আসন উপহার দিতে হবে। গতকাল মঙ্গলবার রাঙ্গুনিয়ার পদুয়া রাজারহাট মাঠে নৌকা মার্কার সমর্থনে আয়োজিত নির্বাচনী সমাবেশে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. হাছান মাহমুদ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইউপি চেয়ারম্যান গোলাম কবির তালুকদারের সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলম তালুকদার বাদশার সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তরজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাদেকুননুর সিকদার, সাংস্কৃতিক সম্পাদক স্বজন কুমার তালুকদার, বন ও পরিবেশ সম্পাদক জেলা পরিষদ সদস্য কামরুল ইসলাম চৌধুরী, মুক্তিযোদ্ধা সম্পাদক আবুল কাশেম চিশতি, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার, সাবেক ছাত্রলীগ নেতা আবু তৈয়ব, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইউনুচ, আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যাম মুক্তিযোদ্ধা আবু জাফর, নাসির উদ্দিন সেলিম, উপাধ্যক্ষ দুলাল কান্তি দাশ, শওকত আলী তালুকদার, এরশাদ মাহমুদ, নুরুল আবছার তালুকদার, এমদাদুল ইসলাম চৌধুরী, আকতার হোসেন, আমিনুল হক, মাস্টার রফিক উদ্দিন, শাহাদাত হোসেন তালুকদার, ছাত্রলীগ নেতা নাছিম উদ্দিন প্রমুখ।-রাঙ্গুনিয়া প্রতিনিধি
পূর্ব গুজরায় নৌকার গণসংযোগ
রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নের বিভিন্নস্থানে গতকাল মঙ্গলবার দিনব্যাপী ব্যাপক গণসংযোগ করেছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী। এসময় তিনি ৯টি নির্বাচনী জনসভায়ও প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, নৌকা হচ্ছে স্বাধীনতার প্রতীক, উন্নয়নের প্রতীক। তাই এ প্রতীকের বিজয় ধরে রাখতে হবে। এতে আগামী নির্বাচনেও নৌকায় রায় দিয়ে উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে রাখতে আহবান জানান। গণসংযোগকালে ইউনিয়নের ৮নং ওয়ার্ডেরর হযরত মৌলানা শেখ আনছার আলী শাহ মাজারের পার্শ্বস্থ মাঠে এক জনসভা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বড়ঠাকুর পাড়া স্কুলের সভাপতি তৈয়ব চৌধুরী এবং ইউপি সদস্য মো.ইলিয়াছের পরিচালনায় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিত, আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম বাহাদুর, দৈনিক সংবাদের ব্যুরো প্রদান নিরুপম দাশগুপ্ত, ইউপি চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল, নোয়াপাড়া কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ম্যালকম চক্রবর্ত্তী, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিক রুবিনা ইয়াছমিন রুজি, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বপন চৌধুরী, সাংবাদিক সাইদুল ইসলাম, এস.এম রমজান আলী, নুরুল আজিম, মোহাম্মদ হোসেন মাহমুদ, মফজল হোসেন, হাবিবুর রহমান, শেখ মুজিবুর রহমান, যুবলীগ নেতা মঈন উদ্দিন, দিদারুল আলম, আবুল কাসেম, জসিম উদ্দিন, আবদুল মালেক, ইউনিয়ন যুবলীগের সভাপতি বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা সালাউদ্দিন মুন্না, সাবেক ছাত্রনেতা অসিম বড়–য়া, সিরাজুল হক, আবদুল কাইয়ুম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো.আরমান, সাধারণ সম্পাদক ইরফান ফয়েজ, মাহাবুব আলম, আবু ইউসুফ কালু, মো.খালেদ, আব্বাস উদ্দিন, তসলিম উদ্দিন, জমির ইসলাম, নুরুল আমিন।-রাউজান প্রতিনিধি
ফটিকছড়িতে নৌকার প্রচারণায় ছাত্রলীগের পথসভা
চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে মহাজোট মনোনীত প্রার্থী নজিবুল বশর মাইজভান্ডারীর সমর্থনে নৌকার পক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের সমন্বয় কমিটির সমন্বয়ক এম এ আহাদ চৌধুরী রায়হানের নেতৃত্বে ২০ ডিসেম্বর সকাল ১০টায় ফটিকছড়ি পৌরসভায় নৌকার প্রচারণা ও বিশাল পথসভা অনুষ্ঠিত হয়। পথ সভায় নেতৃবৃন্দরা দেশরত্ন শেখ হাসিনার ১০ বছরের উন্নয়ন কর্মক্নড তুলে ধরে আগামী ৩০ ডিসেম্বর উন্নয়ন ও শান্তির প্রতীক নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।
পথসভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনে মহাজোট মনোনীত নৌকার প্রার্থী সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম তৌহিদুল আলম বাবু, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফখরুল আনোয়ার, ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এম. সোলায়মান বি.কম, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুর নাহার মুক্তা, জেলা আওয়ামী লীগ নেত্রী রিফাত আক্তার নিশু, উপজেলা আওয়ামী লীগ নেতা শাহাদাত আনোয়ার সাদি, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম আবু তৈয়ব প্রমুখ।