দক্ষিণ বাকলিয়ায় চট্টগ্রাম-৯ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এর সমর্থনে এক সভা আওয়ামী লীগ নেতা মো. ইয়াসিন এর সভাপতিত্বে, ওয়ার্ড আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী এক্স কাউন্সিলর ফোরাম এর সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগ এর ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ও আওয়ামী এক্স কাউন্সিলর ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মো.হোসেন, নগর আওয়ামী লীগ এর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও আওয়ামী এক্স কাউন্সিলার ফোরাম এর সাংগঠনিক সম্পাদক মো.আবু তাহের, দক্ষিন বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি নুরুল আজিম নুরু, দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর ও বাকলিয়া থানা আওয়ামী লীগ এর যুগ্ম আহবায়ক মো.শহীদ্দুলাহ।
এতে বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মুহিম উদ্দীন মুহিম, মহানগর কৃষকলীগ নেতা মো. মোরশেদ আলম, বিপ্লব মিত্র, খুলশী থানা আওয়ামী লীগ নেতা আবু বক্কর, যুবলীগ নেতা বখতিয়ার ফারুক, জাবেদ হোসেন, কৃষকলীগ নেতা আবু তাহের, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ওয়াহিদুল আলম দুলাল, মো.সেলিম, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা দেবাশীষ নাথ দেবু, সিরাজুল ইসলাম, আশরাফ উদ্দীন শাহিন, আলী সারোয়ার, এইচ এম মনছুর টিটু, এম কে আলম বাসেদ, মহানগর কৃষকলীগ নেতা ওমর আলী সুমন, যুবলীগ নেতা মোবারক আলী, মহিউদ্দিন মহি, সাজ্জাদ আলী, ছাত্রলীগ নেতা নিজাম শাহরিয়ার, রিসাদ আলী।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মামুনুর রশীদ মামুন বলেন, সততার প্রতীক এই প্রজন্মের মেধাবী সন্তান, সাবেক মেয়র এবিএম মহিউদ্দীন চৌধুরীর সুযোগ্য সন্তান ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীকে এই এলাকার উন্নয়নের জন্য ৩০ ডিসেম্বর এর নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান। খবর বিজ্ঞপ্তির