মহানগরী ক্রীড়া সংস্থার আয়োজনে রাফি স্মৃতি মহানগরী জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগে গতকাল জয় পেয়েছে উদীয়মান ক্রিকেট একাডেমী ও নাছিরাবাদ স্পোর্টিং ক্লাব । দামপাড়া পুলিশ লাইন মাঠে ১ম খেলায় চিটাগাং ইউথ ক্রিকেট একাডেমী কে ৩ উইকেটে পরাজিত করে উদীয়মান ক্রিকেট একাডেমী। টসে জিতে চিটাগাং ইউথ ক্রিকেট একাডেমী ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। তাদের ১২৭ রানের ইনিংসে সর্ব্বোচ্চ রান করেন হৃদয় হোসেন ৬৪, নাইমুর রহমান ১৮, শিশির হোসেন ১৩, সাকিব হোসেন ৫।
জবাবে উদীয়মান ক্রিকেট একাডেমী ৭ উইকেটে ১৭.৫ ওভার ১৩০ রান সংগ্রহ করে জয় নিশ্চিত করেন। এতে সর্ব্বোচ্চ রান করেন সাজিদ আফতাব ২৯, রুবায়েদ খান ২৬, তানভির লতিফ ১৮, আল-আমিন ১১। দিনের ২য় খেলায় রিচ ব্রাদার্স ক্রিকেট একাডেমী টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে ২০ ওভার ৮ উইকেটে ১২৪ রান দেয় নাছিরাবাদ স্পোটিং ক্লাবকে । এতে সর্ব্বোচ্চ রান করেন আব্দুল কাদের ৪৫, সাজেদুল হক ২৫, তালহা চৌধুরী ২৪, সাইফুল ইসলাম ৯। রিচ ব্রাদার্স ক্রিকেট একাডেমী ১৯.৩ ওভারে অল উইকেটে ১১১ করে বিদায় নেন।
এতে সর্ব্বোচ্চ রান করেন কামরুল হাসান ৩৩, মোখলেসুর রহমান ১৫, জাওয়াদ উল আলম ১১, আব্দুল কাদের ৯। আজ এবং আগামী কাল খেলা বন্ধ থাকবে। ফিকচারের খেলাগুলি বডিলি শিফ্ট হয়ে রবিবার ১৫ মার্চ বাকলিয়া সিটি কর্পোরেশন মাঠে অনুষ্ঠিত হবে- সকাল ০৯ চট্টগ্রাম বন্ধর স্পোর্টস কমপ্লেক্স বনাম কোয়ালিটি স্কুল অব ক্রিকেট এবং বেলা ১২ টায়, শহীদ শাহজাহান সংঘ বনাম ইস্পাহানী ক্রিকেট একাডেমী। বিজ্ঞপ্তি