উদীয়মান ক্রিকেট একাডেমির জয়

1

আইয়ূব খান ও শামসুল হক স্মৃতি অনুর্ধ্ব-১২ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে গতকালকের ম্যাচে উদীয়মান ক্রিকেট একাডেমি টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে তামিমের ৪৭ বলে দ্রুত গতির সেঞ্চুরি ও ফাহিমের ৩৪ বলে ৪৪ এবং ক্ষুদে ক্রিকেটার আদিব এর ২০ বলে ২৯ ও অনিক ১৫ বলে ২৯ রানের উপর ভর করে ২৪৬ সংগ্রহ করে।
জবাবী ইনিংসে ব্যাট করতে নেমে সিসিএ গ্রীণ ক্রিকেট দল উদীয়মান ক্রিকেট একাডেমির বোলারদের দূর্দান্ত বোলিংয়ের মুখে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৪৬ রান সংগ্রহ করে। ফলে উদীয়মান ক্রিকেট একাডেমি ২০০ রানের বিশাল ব্যবধানে জয়লাভের মাধ্যমে টুর্নামেন্টে শুভ সূচনা করে। ম্যান অব দ্যা ম্যাচ সেঞ্চুরিয়ান তামিম। সেরা ফিল্ডার শ্রাবন্তি।