মেয়র কাপ অনুর্ধ ১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষ্যে উদীয়মান ক্রিকেট একাডেমির অনুশীলন উদ্বোধন ও জার্সি উম্মোচন সম্পন্ন হয়েছে। রবিবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন একাডেমির সভাপতি ও সাবেক কমিশনার আলহাজ্ব এম এ মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, উপদেষ্টা কামরুল ইসলাম। একাডেমির সমন্বয়কারী সোহেল আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন একাডেমির প্রধান কোচ মোঃ ফিরোজ খান, দলীয় ম্যানেজার মোহাম্মদ হাসান, উপস্থিত ছিলেন মোঃ আমিন, সিরাজ খান রাজু, মোহাম্মদ সেলিম, ইসমাইল হোসেন লেদু, মোহাম্মদ সাদ্দাম প্রমুখ।