উথাপ্পার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

1

একটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্মীদের বেতন থেকে ভবিষ্যৎ তহবিলের অর্থ কেটে নেওয়ার অভিযোগ উঠেছিল ভারতের সাবেক ক্রিকেটার রবিন উথাপ্পার বিরুদ্ধে। পরে প্রতারণা মামলা করা হয়। এবার ৩৯ বর্ষী উথাপ্পার বিরুদ্ধে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে উথাপ্পাকে ২৩ লাখ রুপি জমা জমা দিতে হবে। না দিলে পরোয়ানা কার্যকর হবে। সেঞ্চারাস লাইফস্টাইল ব্র্যান্ডস প্রাইভেট লিমিটেড নামের প্রতিষ্ঠানটির অন্যতম পরিচালক উথাপ্পা। ভারতের হয়ে ৪৬ ওয়ানডে ও ১৩ টি-টুয়েন্টি খেলেছেন। ২০১৫ সালে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা ব্যাটার ২০২২ সালে সবশেষ আইপিএল এবং গত হংকং সিক্সেসে খেলেছেন। পরিবারসহ উথাপ্পা বর্তমানে দুবাইয়ে বসবাস করছেন।