উত্তর সর্তায় গাউসিয়া কমিটির তাজেদারে মদিনা সুন্নি কনফারেন্স

1

রাউজান প্রতিনিধি

পবিত্র ঈদ মিলাদুন্নবী দঃ, ফাতেহায়ে ইয়াজদাহুম, হুজুর কেবলা হাফেজ ক্বারী সৈয়্যদ আহমদ শাহ ছিরিকোটি, হুজুর কেবলা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ সালানা ওরশ উদযাপন উপলক্ষে দুইদিনব্যাপী ২৩ তম আজিমুশান তাজেদারে মদিনা সুন্নি কনফারেন্স ও দাওয়াত খায়র মাহফিল ৭ ফেব্রæয়ারি রাতে রাউজানের উত্তর সর্তা খানকাহ্ এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া ও ওমদা মিয়া নূরানী কমপ্লেক্স ময়দানে বিশাল আয়োজনে সম্পন্ন হয়েছে। এতে প্রথম দিবসে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ গোলাম রহমান, উদ্বোধক ছিলেন খানকাহ্ শরীফের পৃষ্ঠপোষক মুহাম্মদ হাবিবুর রহমান, প্রধান অতিথি ছিলেন আন্জুমানে রহমানি আহমদিয়া সুন্নীয়া ট্রাস্টের ফাইনান্স সেক্রেটারি মুহাম্মদ কমর উদ্দীন সবুর। বিশেষ অতিথি ছিলেন গোলাম মোহাম্মদ মহিউদ্দিন, জামাল উদ্দীন। প্রধান বক্তা ছিলেন আবুল হাশেম কাদেরী, বিশেষ বক্তা ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদরাসা আরবি মুদ্দাসিসর আবদুল আল জাবের কাদেরী। দ্বিতীয় দিবসে সভাপতিত্ব করেন শায়খুল হাদীস মাওলানা মুহাম্মদ সোলাইমান আনছারি।
১৯৮৬ সনে হুজুর কেবলা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রহঃ ইমাম মেহেদীর ফৌজখত গাউসিয়া কমিটি বাংলাদেশের প্রতিষ্ঠা করেছেন আমাদের ইমান আমলকে মজবুত করতে। সেই সংগঠনে একটা প্রশাখা হুজুর কেবলা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ ও সৈয়্যদ মুহাম্মদ সাবের শাহ আমাদেরকে ভিত্তি দিয়ে গেছেন এই খানকাহ শরীফ। যে খানাকাহ ও কমিটি আজ উত্তর চট্টলায় সুনামের সাথে মানবিক কার্যক্রম পরিচালনা করছে।