পূর্বদেশ ডেস্ক
ইসরাইল গাজা ভূখন্ডের বিভিন্ন এলাকা দখলের অভিযান চালাতে থাকায় উত্তর গাজার তিনটি সরকারি হাসপাতালেই সেবাদান বন্ধ হয়ে গেছে। গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে। স্বাস্থ্যমন্ত্রণালয় গতকাল রবিবার জানায়, ইসরায়েলি বাহিনী বেইত লাহিয়ার ইন্দোনেশীয় হাসপাতাল অবরুদ্ধ করে রেখেছে। তারা সেখানে ভারি গোলাবর্ষণ করছে। এতে রোগী ও চিকিৎসাকর্মীরাসহ কোনো চিকিৎসা সরঞ্জাম সরবরাহও সেখানে প্রবেশ পৌঁছাতে পারছে না। উত্তর গাজায় এটিই একমাত্র চালু হাসপাতাল ছিল।
গতকাল রবিবার হামাস-পরিচালিত স্বাস্থ্যমন্ত্রণালয় বলেছে, ইসরায়েলের হামলায় বেইত হানুন হাসপাতাল এবং কামাল আদওয়ান হাসপাতাল ধ্বংস হওয়ার পর ইন্দোনেশীয় হাসপাতালও অচল করে দেওয়া হচ্ছে। তিনটি হাসপাতালের সেবাই এখন বন্ধ।
ইসরায়েলের সেনাবাহিনী গাজায় কয়েকমাস ধরে চলমান প্রাণঘাতী হামলার মধ্যে শনিবার ‘অপারেশন গিদিওনস চ্যারিয়ট’ শুরুর ঘোষণা দেয়। ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস ৬০ দিনের যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি বন্দি মুক্তির বিনিময়ে ৯ জিম্মিকে মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে। শনিবার গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন আলোচনা শুরুর পর বিবিসি-কে একথা জানিয়েছেন এক ফিলিস্তিনি কর্মকর্তা। খবর বিডিনিউজের