শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছে ‘জে এ এম ফাউন্ডেশন’। উত্তর কাট্টলী নুরুল হক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ১০নং উত্তর কাট্টলী বিএনপির সভাপতি রফিক উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিনের সঞ্চালনায় ৭ জানুয়ারি বিকাল ৩টায় কম্বল বিতরণ করা হয়েছে।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম মহাসচিব মোঃ আসলাম চৌধুরী।
অসহায় শীতার্ত মানুষদের উদ্দ্যেশে আসলাম চৌধুরী বলেন, দেশ এখনো একটি ষড়যন্ত্রকারীদের কবলে। তারা এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আমরা সকলেই মিলে রাষ্ট্র মেরামতের কাজে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দীর্ঘ ১৫ বছর যারা গরিব,অসহায় মানুষদের রাষ্ট্রীয় বরাদ্দ লুট করেছে। মানুষের মৌলিক অধিকার লুট করেছে তারা আজ দেশ থেকে পালিয়েছে।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহব্বায়ক মঞ্জুরুল আলম মঞ্জু, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- আকবরশাহ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন মঈনু, বিএনপি নেতা শামশুল আলম, আয়ুব খান, মহসিন তালুকদার, সেলিম উদ্দিন, কুতুব উদ্দিন, আলাউদ্দিন, মহিউদ্দিন রিপন, ফেরদৌস আলম, সিরাজ উদ্দিন, মেজবাহ, হারুন উর রশিদ, হায়াত উদ্দিন, সোহেল, তৌসিব, সামির প্রমুখ। বিজ্ঞপ্তি