উত্তর কাট্টলী ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন পরিষদের উদ্যোগে স্থানীয় আজম ফতেহ্ জামে মসজিদে ১২ দিন ব্যাপী ২৫তম ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল গত ১৬ সেপ্টেম্বর আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়। মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি মো. আব্দুস সাত্তার ছলিমপুরীর সভাপতিত্বে মাহফিলে আখেরি মোনাজাত পরিচালনা করেন আল আমিন হাসেমি দরবার শরীফের শায়খুল হাদিস মুফতি কাযী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমী এবং বিশেষ বক্তা হিসেবে আজম ফতেহ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. নূরুল মোস্তফা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নবীকরিম (দ.) আদর্শ অনুস্মরণ না করলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, তাছাড়া যুব সমাজকে বিভিন্ন কু-কর্ম হতে রক্ষা করতে ঈদে মিলাদুন্নবী (দ.) ছাড়াও বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান করা দরকার। পরে তবারক বিতরণের মাধ্যমে ১২ দিন ব্যাপী মিলাদ মাহফিল শেষ হয়। বিজ্ঞপ্তি