উছুলে ছাবআ অনুসরণ করলে সমাজে শান্তি বিরাজ করবে

1

আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের সহ-সভাপতি ও নায়েব সাজ্জাদানশীন, মোন্তাজেম ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি)’র ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী বলেছেন, গাউছুল আজম মাইজভান্ডারী কর্তৃক প্রবর্তিত উছুলে ছাবআ বা সপ্ত পদ্ধতি অবলম্বন করলে সমাজে শান্তি বিরাজ করবে।
২৪ নভেম্বর বোয়ালখালীতে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী (শাহ এমদাদীয়া) চরণদ্বীপ দায়রা শাখার মাসিক মাহফিল উদ্বোধন ও বার্ষিক মিলাদুন্নবী মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, যারা উছুলে ছাবআ বা সপ্ত পদ্ধতি অবলম্বন করে তারা কোনো অন্যায় কাজে জড়িত হয় না। কারণ তাদের চিন্তা ও চেতনায় থাকে সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন। এ লক্ষ্য অর্জনে মাইজভান্ডারী তরিকার অনুসারীরা মগ্ন থাকে।
চরণদ্বীপ দায়রা শাখার সভাপতি মুহাম্মদ সেলিম উদ্দীনের সভাপতিত্বে ও চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক শেখ শাকিল মাহমুদ ও চরণদ্বীপ দায়রা শাখার মুহাম্মদ জাবেদুল আলম সঞ্চালনায় মাহফিলে অতিথি ছিলেন জমিদাতা ও খান এগ্রো গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর সৈয়দুল হক খান, খাতুনগঞ্জ ইশফার হাবিব ট্রেডিংয়ের সত্ত¡াধিকারী মোহাম্মদ হাবিব উল্লাহ, শাহজাদা সৈয়দ মানাওয়ার হোসাইন, ইশফার মাহতাব উল্লাহ, জহির উদ্দিন মো. বাবর, চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, ব্রিটেনের মিনিস্ট্রি অব জাস্টিজের মুসলিম চ্যাপলেইন শায়খ মুহাম্মদ মুহিউদ্দীন আযহারী, চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের দপ্তর সম্পাদক আবদুল করিম। মাহফিলে লিখিত বক্তব্য পাঠ করেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী (শাহ এমদাদীয়া) রাঙ্গামাটি জেলার সভাপতি পারভেজ উদ্দীন ও মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের দারুত তায়ালীম সম্পাদক মওলানা মুহাম্মদ সালাহ উদ্দীন। বিজ্ঞপ্তি