উচ্চশিক্ষার তথ্য জানাতে চট্টগ্রামে ‘অস্ট্রেলিয়া অ্যাপ্লিকেশন ডে’

1

অস্ট্রেলিয়া বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য স্বপ্নের মতো। অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর খ্যাতি, গবেষণার আধুনিকতা এবং শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের সুযোগের কারণে দেশের শিক্ষার্থীরা দিন দিন সেখানে পড়াশোনা করতে আগ্রহী হয়ে উঠছে। পাশাপাশি গ্র্যাজুয়েশন শেষে চাকরি পাওয়ার সুযোগ এবং স্থায়ী বাসস্থান লাভের সম্ভাবনা অস্ট্রেলিয়াকে আরও জনপ্রিয় করে তুলেছে। অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা সংক্রান্ত সকল তথ্য পেতে চট্টগ্রামে পিএফইসি গ্লোবাল আয়োজন করেছে অস্ট্রেলিয়া অ্যাপ্লিকেশন ডে। আগ্রহী শিক্ষার্থীরা ১৩ জানুয়ারি সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পিএফইসি গেøাবালের চট্টগ্রাম অফিসে এসে যুক্ত হতে পারেন এবং কোর্স, শিক্ষাবৃত্তি, ভর্তির প্রক্রিয়া বা গ্র্যাজুয়েশন পরবর্তী চাকরির সুযোগ নিয়ে প্রশ্ন করতে পারবেন। ইভেন্টে অংশ নিলে থাকছে আরও বিশেষ সুবিধা। আগ্রহী শিক্ষার্থীরা সরাসরি আবেদন করতে পারবেন কোনো অ্যাপ্লিকেশন ফি ছাড়াই। এছাড়াও রয়েছে শতভাগ পর্যন্ত স্কলারশিপের সুযোগ। অন-স্পট আবেদন করলে থাকছে আকর্ষণীয় উপহার ও একটি স্মার্টওয়াচ।
পিএফইসি গেøাবাল কর্তৃপক্ষ জানিয়েছেন, শিক্ষার্থীরা অনুষ্ঠানে সরাসরি অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলে তাদের পছন্দের কোর্স ও স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। বিজ্ঞপ্তি