হাটহাজারী প্রতিনিধি
ইসকনের সাবেক নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে চট্টগ্রাম জজ আদালতের এপিপি তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা।
গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী পৌরসভাস্থ ডাক বাংলো সংলগ্ন জেলা পরিষদ মার্কেট চত্বরে উক্ত ঘটনার প্রতিবাদে ছাত্র-জনতা বিক্ষোভ করে।
বিক্ষোভ পরবর্তী ছাত্র-জনতা জেলা পরিষদ মার্কেট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে শত শত ছাত্র-জনতা অংশ নিয়ে হিন্দু উগ্রবাদী সংগঠন ‘ইসকন’ বন্ধের দাবি জানান। পরে বিক্ষোভ মিছিলটি চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙামাটি মহাড় প্রদক্ষিণ করে। এরমধ্যে মিছিলটি উক্ত মহাসড়কের হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকায় এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করে ফের কলেজগেট হয়ে কাচারী সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলা এলাকায় গিয়ে মোনাজাতের মধ্য দিয়ে মিছিলটি শেষ করে। ওই সময় মহাসড়কটিতে যানজটের সৃষ্টি হয়।
উল্লেখ্য, হিন্দু উগ্রবাদী সংগঠন ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে তার অনুসারীরা ওই আইনজীবীকে হত্যা করে।