ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেছেন, যারা দেশকে ধর্মীয় সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে তারা দেশের বিরুদ্ধে শত্রুতা করছে এবং দেশ-গণতন্ত্র-জনগণের মারাত্মক ক্ষতি করছে। বাংলাদেশের সমস্যা এখানকার উগ্রবাদিতা। ২৭ সেপ্টেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি আরও বলেন, ইসকন নেতাকে গ্রেপ্তারের কোনো প্রয়োজন ছিলো না। এটা উস্কানীমূলক ষড়যন্ত্র হয়েছে দেশ ও জনগণের বিরুদ্ধে। এটা ইসলামের শান্তিময় আদর্শেরও বিপরীত। এটি দেশের ভিতর বাইরে সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস করে হিংগ্র পরিস্থিতি তৈরির পরিকল্পিত চক্রান্ত। যে কোনো অরাজকতার প্রথম শিকার হবে অর্থনীতি। তার ফলে সংকটে নিপতিত গরীব জনগণ। ইনসানিয়াত বিপ্লব সব পক্ষকে এহেন অপরাজনীতির হটকারিতা বর্জন করে সবাইকে শান্তিময় মানবতার রাজনীতির পথে চলার আবেদন জানায়। বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ অবিলম্বে ইসকন নেতার মুক্তি দাবির পাশাপাশি এ অবাঞ্ছিত গ্রেপ্তারকে কেন্দ্র করে একজন আইনজীবীকে হত্যারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। তিনি বলেন, সকল উগ্রতা সকল হিংগ্রতাই মানবতাবিরুদ্ধ অপরাধ। সব উগ্রবাদি সাম্প্রদায়িক হিংগ্রতাই ধর্মের প্রকৃত শিক্ষার বিপরীত অধর্ম। বিজ্ঞপ্তি