কক্সবাজার প্রতিনিধি
উখিয়ায় ‘ভিজিএফ চাল’ নিয়ে অনিয়মের অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রচার করায় সাংবাদিকদের বিরুদ্ধে মানহানি’র মামলা করেছেন কক্সবাজারের উখিয়ার এক ইউপি মেম্বার। গত ২৮ মে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (উখিয়া) আদালতে মামলাটি দায়ের করেন উপজেলার রাজাপালং ইউপির ৩নং ওয়ার্ডের মেম্বার ছৈয়দ হামজা।
মামলায় দৈনিক মানবজমিনের নিজস্ব প্রতিবেদক ও উখিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি সরোয়ার আলম শাহীন, সময়ের কন্ঠস্বরের উখিয়া প্রতিনিধি মোহাম্মদ ফেরদৌস, দি টেরিটোরিয়্যাল নিউজের বিশেষ প্রতিনিধি ইশতিয়াক নূর নিশান ও দৈনিক খবরের কাগজের উখিয়া প্রতিনিধি রিদুয়ান সোহাগসহ ৬ জনকে আসামি করা হয়েছে। মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত।
এদিকে মামলাটি ‘মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত’ আখ্যায়িত করেছে উখিয়া প্রেস ক্লাব, কক্সবাজার রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল চৌধুরী ও সাধারণ সম্পাদক সায়ীদ আলমগীরসহ প্রেস ক্লাব নেতৃবৃন্দ অনতিবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সর্বত্র তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন সচেতন মানুষ, জানাচ্ছেন প্রতিবাদ।