বল হাতে দারুণ সময় কাটাচ্ছেন তাসকিন আহমেদ। বিপিএলেও দারুণ ফর্মে আছেন তিনি। ৬ ম্যাচে ১৪ উইকেট নিয়ে আসরের সর্বোচ্চ উইকেটশিকারি এই ডানহাতি ফাস্ট বোলার। আসলে গত ২০২৪ সালজুড়েই দুর্দান্ত ছন্দে ছিলেন তাসকিন।
এবার তার পুরস্কার পেলেন তিনি। জায়গা করে নিয়েছেন উইজডেনের বর্ষসেরা একাদশে। তবে উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পাননি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া, রানার্সআপ ভারত, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের কেউই।