হাটহাজারী ছিপাতলী দরবারে কাদেরিয়া চিশতিয়া আলিয়া শরিফ এবং আনজুমানে কাদেরিয়া চিশতিয়া আজিজিয়া বাংলাদেশ এর উদ্যোগে হিজরি চতুর্দশ শতকের মুজাদ্দিদ আ’লা হযরত ইমাম আহমদ রেজা খান (রহ) এর বার্ষিক ওরশ শরিফ, পেশোয়ায়ে আহলে সুন্নাত পীরে কামেল আল্লামা আজিজুল হক আলকাদেরী (রহ) এর মাসিক ফাতেহা শরিফ এবং ৩০তম ১২ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল ও জশনে জুলুস উপলক্ষে প্রস্তুতি সভা ৩১ আগস্ট ছিপাতলী দরবার শরিফে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দরবার শরিফের সাজ্জাদানশীন ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ পীরে তরিকত আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরী (মজিআ)। তিনি বলেন, ইমাম আহমদ রেজা খান (রহ) এক বিস্ময়কর প্রতিভা। জ্ঞান বিজ্ঞানের প্রায় পৌনে অর্ধশত বিষয়ে সহ¯্রাধিক তাত্তি¡ক গবেষণাধর্মী গ্রন্থ রচনার মাধ্যমে তিনি মুসলমানদের ঈমান আক্বিদা আমলের সুরক্ষায় দিশারীর ভূমিকা রাখেন। তাঁর নানা বিষয়ে গভীর জ্ঞান ও পান্ডিত্য দেখে অভিভূত হতে হয়। আসন্ন ১২ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (দ.) ও জশনে জুলুসে সবাইকে অংশগ্রহণ করে সফল সার্থক করে তোলার আহŸান জানান তিনি। মাহফিলে আলোচনায় অংশ নেন মুফাস্্সিরে কুরআন আল্লামা গাজী শফিউল আলম নেজামী, উপাধ্যক্ষ আল্লামা আবদুল অদুদ, মুহাদ্দিস আল্লামা একেএম ইউসুফ, অধ্যক্ষ আল্লামা লোকমান চিশতি, আল্লামা মুফতি আবদুস ছমদ, আল্লামা শফিউল আলম আজিজি, আল্লামা কামাল উদ্দিন আজিজি, আল্লামা আবদুন নবী, বীর মুক্তিযোদ্ধা মৌলভি মাহবুবুল আলম, আল্লামা কাজী শফিউল আজম, অধ্যাপক মাহফুজুল হক, অধ্যাপক আলী আসগর, শাহজাদা মাওলানা আবু রায়হান মুহাম্মদ গোলাম মঈনুদ্দিন ও মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন প্রমুখ। মিলাদ কিয়াম শেষে দেশ জাতির শান্তি সমৃদ্ধি কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য সংহতি এবং ফিলিস্তিনসহ বিশ্বের মজলুম মানবতার পরিত্রাণ কামনায় মুনাজাত পরিচালনা করেন পীরে তরিকত আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আলকাদেরী (মজিআ)। বিজ্ঞপ্তি