চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য দিলোয়ারা ইউসুফ বলেছেন, পবিত্র ঈদ উল ফিতর ধনী-গরীব নির্বিশেষে সকল মানুষের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ-শান্তি ও সমৃদ্ধি। এই লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি সরকারের পাশাপাশি বিত্তশালীদের অসচ্ছলদের পাশে দাঁড়ানোর আহবান জানান। গত ৭ এপ্রিল রবিবার দুপুরে নগরীর দোস্ত বিল্ডিং চত্বরে মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের মাধ্যমে অসচ্ছলদের মাঝে বিতরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী হস্তান্তরকালে এ’কথা বলেন। এসময় চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি রোমানা নাসরিন, সাংগঠনিক সম্পাদক রেজোয়ানা শারমিন, জাহান আরা নাজনীন সহজেলা-উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি