স্পোর্টস ডেস্ক
ঈদুল ফিতরের বিরতি শেষে ঘরোয়া ফুটবলে আবার সরগরম হচ্ছে মাঠ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাশাপাশি চলছে ফেডারেশন কাপের খেলা। প্রিমিয়ার লিগের খেলা শুক্র ও শনিবার। ফেডারেশন কাপ মঙ্গলবার। ফেডারেশন কাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল দিয়ে মঙ্গলবার ফুটবল ফিরছে মাঠে।
ফেডারেশন কাপের একটি কোয়ার্টার ফাইনাল হয়ে গেছে ঈদের আগে। গোপালগঞ্জে হওয়া সেই কোয়ার্টার ফাইনালে ২-১ ব্যবধানে শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান।
আজ (মঙ্গলবার) দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে সাবেক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। এ ম্যাচটিও হবে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে।
ফেডারেশন কাপের শেষ দুই কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ২৩ এপ্রিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও বাংলাদেশ পুলিশ এফসি এবং ৩০ এপ্রিল আবাহনী ও ফর্টিস এফসি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১২ তম রাউন্ড শুক্রবার ও শনিবার। এ রাউন্ডে আবাহনী খেলবে শেখ জামালের বিপক্ষে, পুলিশ খেলবে শেখ রাসেলের বিপক্ষে, মোহমেডান খেলবে ব্রাদার্সের বিপক্ষে, চট্টগ্রাম আবাহনী খেলবে রহমতগঞ্জের বিপক্ষে এবং বসুন্ধরা কিংস খেলবে ফর্টিস এফসির বিপক্ষে।