পূর্বদেশ ডেস্ক
এক মাস সিয়াম সাধনা শেষে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর কবে উদযাপন হবে, তা আজ মঙ্গলবার জানা যাবে।
সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদের তারিখ জানাবে জাতীয় চাঁদ দেখা কমিটি।
ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ সন্ধ্যা সাড়ে ৬টায় ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হবে।
হিজরি শাওয়াল মাসের ১ তারিখে ঈদুল ফিতর উদযাপিত হয়। আজ দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ঈদ হবে কাল বুধবার। আর চাঁদ দেখা না গেলে বুধবার ৩০ রোজা পূর্ণ হবে। সেক্ষেত্রে ঈদ হবে বৃহস্পতিবার।
বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ নম্বরে ফোন করে এবং ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে বা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
সাধারণত সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদযাপনের পরদিন বাংলাদেশে ঈদ হয়। আবার সৌদির আরবের সঙ্গে মিল রেখে একই দিনে বাংলাদেশের কিছু এলাকাতেও ঈদ উদযাপন করা হয়ে থাকে।
এর আগে গত বছর চাঁদ দেখার বিষয়ে গুজবে কান না দিয়ে বিভ্রান্তি এড়ানোর পরামর্শ দিয়েছিল ইসলামিক ফাউন্ডেশন।
গালফ নিউজ জানিয়েছে, গতকাল সৌদি আরবের কোথাও চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে ঈদ উদযাপিত হবে আগামীকাল বুধবার।