আল্লামা মাসউদ হোসাইন আল কাদেরী (মাজিআ) বলেছেন, আল্লাহ রাব্বুল আলামীন ছরকারে দো’আলম (দ.) কে রাহমাতুল্লিল আলামীন হিসেবে প্রেরণ করেছেন সমগ্র সৃষ্টি জগতের জন্য। আল্লাহ রাব্বুল আলামীনকে পেতে হলে রাসুল পাক (দ.) কে অবশ্যই ভালবাসতে হবে। রাসুল পাক (দ.) কে সন্তুষ্ট করতে পারলেই আল্লাহকে পাওয়া যাবে। রাসুল পাক (দ.) প্রেম ব্যতিত আল্লাহকে পাওয়ার কোন সম্ভাবনা নেই। গত ৭ সেপ্টেম্বর বায়েজিদ বোস্তামী (রহ.) দরগাহ্ প্রাঙ্গণে ১২ দিনব্যাপী পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ.) সমাবেশের চতুর্থ দিনের সমাবেশে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) ট্রাস্ট, আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদ, শাহ আমিনিয়া ফাউন্ডেশনের যৌথ ব্যবস্থাপনায় আল আমিন হাশেমী দরবার শরীফ’র সাজ্জাদানশীন ও আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) ট্রাস্টের সভাপতি পীরে ত্বরিকত আল্লামা শাহ্ সুফী কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী (মাজিআ)’র সভাপতিত্বে ও শেখ শাহ ফকিরপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলান মুহাম্মদ জাফর আলম’র সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন ঢাকা মহানগরের মৌচাক জামে মসজিদের খতিব হযরতুলহাজ্ব আল্লামা মাসউদ হোসাইন আল কাদেরী (মাজিআ)। বিশেষ আলোচক ছিলেন চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলিয়া’র আরবী প্রভাষক আল্লামা সৈয়দ মুহাম্মদ আজিজুর রহমান আল কাদেরী (মাজিআ) ও ফতেয়াবাদ কাদেরীয়া শাহ আমিনিয়া দাখিল মাদ্রসার সুপার মাওলানা সৈয়দ আকতার হোসাইন আশরাফী। উপস্থিত ছিলেন শাহজাদা কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমী, শাহজাদা কাযী মুহাম্মদ সাজেদুর রহমান হাশেমী, শাহজাদা কাযী মুহাম্মদ সফিরুর রহমান হাশেমী সাকিব, আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ হাবিবুর রহমান সাহেব, মুহাম্মদ শাহাদাত হোসাইন ও দেশবরেণ্য প্রখ্যাত ওলামায়ে কেরামগণ, বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিজ্ঞপ্তি