দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসাইন খান বলেছেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে অনেক বড় অবদান রেখেছেন। তাদের অবদানে আজ বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের ভাবমূর্তি উজ্জ্বলে এই দেশটির আইনকানুন মেনে চলারও আহŸান জানান। তিনি বলেন, আমরা কেউ দুনিয়াতে থাকব না। একদিন না একদিন সবাইকে চলে যেতে হবে। তাই আল্লাহ ও রাসুলের সান্নিধ্য লাভে ও পরকালের নাজাতে কোরান সুন্নাহ মোতাবেক জীবন গড়তে হবে।
গত ১ নভেম্বর সারজা জিকু জেএমপি অটো হিউচড স্পেয়ার পার্টস ব্যবসায়ী সমিতি আয়োজিত মিলাদুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাজী মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে ও ব্যবসায়ী সমিতির উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মাহফিলে বক্তব্য দেন বাংলাদেশ কনস্যুলেটের ভাইস কনসাল মোজাফফর হোসেন, বাংলাদেশ সমিতির সভাপতি এম এ বাশার, বাংলাদেশ সমিতির সাধারণ সম্পাদক শাহ মাকসুদ, বাংলাদেশ সমিতি সারজার সাবেক সভাপতি হাজী শরাফত আলী, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সহ-সভাপতি আইয়ুব আলী বাবুল, বাংলাদেশ সমিতির সহ-সভাপতি ইসমাইল গণি চৌধুরী, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী মোহাম্মদ আলী, ব্যবসায়ী আবুল মনসুর, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ ইউচুপ, জাহাঙ্গীর আলম চৌধুরী, আবদুর রহিম, মোহাম্মদ ইসমাইল, মোরশেদ আলম সহ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে মুসলিম উম্মার সুখ শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।