ঈদে মিলাদুন্নবীকে (দ.) স্বাগত জানিয়ে জুলুস

5

সীতাকুন্ড গাউসিয়া কমিটির স্বাগত জুলুস আসন্ন ১২ রবিউল আউয়াল প্রিয় নবী রাসুল (সাঃ) শুভ আগমন উপলক্ষে সীতাকুন্ড বিশাল সমাবেশ ও র‌্যালি শোভাযাত্রা ও জশনে জুলুছ সীতাকুন্ড গাউছিয়া কমিটি ও আহলে সুন্নাত ঐক্য পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) এর মাস রাবিউল আউয়ালের শুভাগমনে গাউছিয়া কমিটি বাংলাদেশ সীতাকুন্ড উপজেলা ও আহলে সুন্নাত ঐক্য পরিষদের উদ্যেগে গতকাল সীতাকুন্ডে জশনে জুলুস বা আনন্দ র‌্যালি বের করা হয়। এ উৎসবে অংশ নিতে সীতাকুন্ডের গাউসিয়া কমিটি ও আহলে সুন্নাত ঐক্য পরিষদ সকল ইউনিটের সদস্যগণ ও প্রত্যন্ত অঞ্চল পাড়া-মহল্লা থেকে ব্যানার ফেস্টুন মোটর সাইকেল নিয়ে অংশ নেন। বিভিন্ন এলাকা থেকে নবী প্রেমিকেরা সুর আর ছন্দে ইয়ানাবি সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, তলা আল বাদরু আলাইনা, বালাগাল উলা বি কামালিহি, নূর নবীর আগমন শুভেচ্ছার স্বাগত এবং তৌহিদ ও রিসালাতের ধ্বনিতে মনোমুগ্ধকর পরিবেশ হয়ে ওঠে। জুমার নামাজের পর থেকে সীতাকুন্ডের মাদামবিবির হাট, নবীপ্রেমিকদের এক মিলনমেলা হয় ঈদে মিলাদুন্নবী (দঃ) সমাবেশ ও র‌্যালিতে। এতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। মাদামবিবির হাট হয়ে শোভাযাত্রাটি ভাটিয়ারী বিএমএ টিএনটি মাঠ গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিলাদ- কিয়াম মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা আগামী ১২ই রবিউল আউয়াল আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট কর্তৃক আয়োজিত জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবীকে সফল ও স্বার্থক করে তোলার জন্য ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহবান জানান।
সীতাকুন্ড উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে এবং সাধারণ সাম্পাদক মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকী সঞ্চালনায় র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক লায়ন মোঃ আসলাম চৌধুরী এফসিএ। এ সময় তিনি বলেন, বিশ্বমানবতার মুক্তির দিশারি রহমাতুলি আলামিন হিসেবে হজরত মুহাম্মদ সালালাহু আলাইহি ওয়াসালাম এ ধরাতে শুভাগমনের মহান নিদর্শন পবিত্র রবিউল আউয়াল। সৃষ্টির মূল রহস্য রাসুলের (দ.) এ পৃথিবীতে শুভাগমন বিশ্বমানবতার জন্য এক মহা নেয়ামত।
র‌্যালি উদ্বোধন করেন ফকিহ মুফতি আবুল আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ আনোয়ার, মোহাম্মদ ইমরোজ সেলিম (মিনু), মোহাম্মদ খোরশেদ আলম, মোহাম্মদ নিজামউদ্দিন চৌধুরী, মোহাম্মদ রাশেদ হোসেন (রাশেদ)।
আরো উপস্থিত ছিলেন- মোবারক হোসেন সওদাগর, মুহাম্মদ জামাল পাশা, মুহাম্মদ কামাল উদ্দিন, মুহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী, মাওলানা মুহাম্মদ মুজিব উদ্দিন, মাওলানা মুহাম্মদ খোরশেদ আলম প্রমুখ।
মুনাজাত পরিবেশন করেন ড. কামালউদ্দিন আজহারী, দেশ ও জাতির জন্য এবং সকল ধর্মপ্রাণ মুসলমানদের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। সীতাকুন্ড প্রতিনিধি

গাউসিয়া কমিটি, রাউজান উত্তর
পবিত্র মাহে রবিউল আওয়ালকে স্বাগত জানিয়ে গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা উত্তর শাখার ব্যবস্থাপনায় গতকাল শনিবার সকাল ৮টায় রাউজান গহিরা কামিল মাদ্রাসা হতে পায়ে হেঁটে বিশাল স্বাগত জুলুছ বের করা হয়। জুলুছটি রাউজান রাঙামাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জলিল নগরস্থ আবসার মার্কেট খানকায় এসে সমাপ্তি হয়। এতে হাজার হাজার আশেকে রাসূলের মুখে নাত-দরূদে মোস্তফা ও তাকবীরের ধ্বনিতে মুখরিত হয় পুরো রাউজান। র‌্যালি পরবর্তী আলোচনা সভায় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইয়াসিন হোসাইন হায়দারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু তাহেরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, নুরুল মোনাওয়ার, মাওলানা জিন্নুরাইন, মাওলানা ইলিয়াছ নুরী, মাওলানা আবদুল হাই, সিরাজুল ইসলাম চিশতী, মাওলানা শামশুল আলম হেলালী, আজিজুল হক চৌধুরী, আবদুল্লাহ আল মতিন, মাস্টার জানে আলম শরীফ, ফখরুদ্দিন মোহাম্মদ মোজাম্মেল, কাজী খোরশেদুল আলম, কে.এম ওমর ফারুক, আ.স.ম রফিকুল ইসলাম রেজভী, মাওলানা সিরাজুল ইসলাম সিদ্দিকী, মাওলানা মুহাম্মদ নোমান, নেজাম উদ্দিন তৈয়্যবী, গাজী মুহাম্মদ ফোরকান, মুহাম্মদ মহিউদ্দিন, আবুল হাসান হারকানী, এরফান উদ্দিন চৌধুরী (মারুফ), মুহাম্মদ সৈয়্যদ মিয়া, মুহাম্মদ শাহেদুল আলম, মুহাম্মদ আলী, আবদুর রহিম, এস.এম নেজাম উদ্দিন, সৈয়্যদ নুরুল বখতিয়ার, মুহাম্মদ জাফর সওদাগর, আবদুল্লাহ মেম্বার, মাওলানা হাফেজ ফরিদুল আলম, মুহাম্মদ এনামুল কবির চৌধুরী, আবু সৈয়্যদ, কাজী মুহাম্মদ মাশুকুল ইসলাম, কাজী মুহাম্মদ আকবর, মাওলানা জানে আলম, জাহাঙ্গীর আলম মুন্সি, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা শওকত হোসাইন, নুরুল ইসলাম তালুকদার, মুহাম্মদ আবু বকর, নাহিম উদ্দিন খোকন, মুহাম্মদ এমরান প্রমুখ ও আওতাধীন ইউনিয়ন ও ইউনিট শাখার কর্মকর্তাবৃন্দ। রাউজান প্রতিনিধি

রাঙ্গুনিয়া ইসলামী ফ্রন্ট
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা রাঙ্গুনিয়া উপজেলার ব্যাবস্থাপনায় পবিত্র মাহে রবিউল আওয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি চন্দ্রঘোনাস্থ কুষ্ঠ হাসপাতাল গেট থেকে শুরু হয়ে দীর্ঘ কয়েক কিলোমিটার কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে পোমরা শান্তিরহাট খাঁ মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলা সভাপতি মুহাম্মদ করিম উদ্দীন হাছান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ তৈয়ব আলী। র‌্যালি বাস্তবায়ন কমিটির সচিব মাওলানা সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য পীরজাদা মাওলানা গোলামুর রহমান আশরফ শাহ, আজিজুল হক আলকাদেরী প্রমুখ। বক্তারা বলেন, পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (দঃ) নিয়ে কোন প্রকার ষড়যন্ত্র বরদাশত করা হবে না। এছাড়াও তারা রাষ্ট্রীয় ব্যাবস্থাপনায় জুলুছ পালনের জোর দাবি জানান। উপস্থিত ছিলেন মাওলানা করিম উদ্দীন নূরী, আকতার হোসেন, মাহমুদুর রশিদ মাসুদ, মাস্টার আবদুল কাদের, মুহাম্মদ ছানাউল্লাহ, সালাহ উদ্দীন নেজামী, কোরবান আলী নূরী, জামাল উদ্দিন, মীর হাবীবুল্লাহ, মোজাহেদুল ইসলাম প্রমুখ। রাঙ্গুনিয়া প্রতিনিধি