অন্তর্বর্তী সরকারের ‘উপহার’ হিসেবে আসছে ঈদে দেশের এক কোটি পরিবারের মাঝে বিনামূল্যে চাল বিতরণ করা হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। গতকাল বৃহস্পতিবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ওএমএস এবং খাদ্যবান্ধব কর্মসূচি বিষয়ক মতবিনিময় সভায় তিনি বলেন, নিম্নবিত্ত এসব পরিবারকে বিনামূল্যে ১০ কেজি করে চাল দেওয়া হবে। খবর বিডিনিউজের।
অন্তর্বর্তী সরকারের উপহার হিসেবে ঈদ উপলক্ষ্যে এক কোটি নিম্নবিত্ত পরিবারকে বিনামূল্যে চাল দেওয়া হবে। এছাড়া দেশের ৫০ লাখ পরিবারকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আগামী মার্চ ও এপ্রিলে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল দেওয়া হবে।
সভার পর খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোজায় নি¤œ আয়ের মানুষদের জন্য বরাদ্দ করা এসব চাল সঠিকভাবে বিতরণের বিষয়টি নিবিড়ভাবে তদারকি করতে ঢাকা বিভাগের সব জেলা প্রশাসককে নির্দেশনা দিয়েছেন আলী ইমাম মজুমদার।
উপদেষ্টা বলেন, দেশে বর্তমানে যথেষ্ট খাদ্য মজুদ আছে। খাদ্যের কোনো ঘাটতি নেই। তবে খাদ্যশস্য বিতরণে কিছুটা শৃঙ্খলার অভাব রয়েছে।