ঈদে দেড় ডজন নাটকে যাহের আলভী

8

আসছে ঈদ উপলক্ষে নির্মিত প্রায় দেড় ডজন নাটকে দেখা যাবে এ সময়ের অভিনেতা যাহের আলভীকে। বর্তমানে নাটকগুলোর শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।
যেকোনো মিষ্টি খাবারের রেসিপিতে থাক, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য – ‘সুপার হিরো’, ‘কপাল’, ‘আমার মত এত সুখী’, ‘টাকার গরম’, ‘গাইয়্যা’, ‘সাধারণ পরিবহন’, ‘শনির দশা’, ‘ওয়েটিং ফর লাভ’, ‘খাদক’, ‘বার্থডে গার্ল’, ‘ভাবীর হোটেল’, ‘সেলফোনে বৃষ্টি’, ‘মাইরের উপর ভিটামিন নাই’, ‘বস এর বোন’।
নাটকগুলোতে অভিনয় প্রসঙ্গে যাহের আলভী বলেন, অভিনয় আমার ভালো লাগা, ভালোবাসা। গত কয়েকবছরের অনান্য ঈদে এর চেয়েও বেশি নাটক প্রচার হতো। তবে এখন গল্পের দিকে নজর দেওয়ায় কাজ কম করছি। যেসব নাটকে কাজ করছি গল্পগুলো অসাধারণ। এখান মজার যেমন গল্প আছে আবার সিরিয়াস গল্পের নাটকও রয়েছে। তবে প্রত্যেকটি নাটকে আমাকে ভিন্ন ধরনের চরিত্রে দেখা যাবে। প্রতিটি কাজই দর্শকের কাছে ভালো লাগবে বলে আমার বিশ্বাস।
তিনি আরও বলেন, এর আগেও আমার যে কাজগুলো প্রচারিত হয়েছে সেগুলোতে খুব ভালো প্রশংসা পেয়েছি। আমি গঠনমূলক সমালোচনা পছন্দ করি। যারা আমার কাজের ভালো-খারাপ দিকগুলো বলে তারাই প্রকৃত দর্শক। আমি চাই আমার কাজের সমালোচনাও হোক। তাহলে পরবর্তী কাজে ভুলগুলো শুধরে নিতে পারব।