ঈদের পর বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

1

বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শেষ হয়েছে গ্রুপ পর্বেই। যে কারণে দেশের ক্রিকেটাররা এখন খেলছেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। তবে শীঘ্রই আবারো জাতীয় দলের জন্য প্রস্তুত হতে হবে তাদের। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসন্ন ঈদুল ফিতরের পর বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। গতকাল মঙ্গলবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই তথ্য জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস। ২০২৪ সালেই জিম্বাবুয়ের সঙ্গে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সঙ্গে দুটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। তবে সে বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে শুধু ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল দুই দল। বাকি টেস্ট সিরিজটি এবার হতে যাচ্ছে।