ঈদের ছুটিতেও চিকিৎসকদের সেবায় ৪ নবজাতকের জন্ম

3

হাটহাজারী প্রতিনিধি

পবিত্র ঈদুল আযহার দীর্ঘ ছুটিতেও হাটহাজারী উপজেলার ফতেপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চিকিৎসকদের আন্তরিক সেবায় স্বাভাবিক নিয়মে (নরমাল ডেলিভারি) ৪ নবজাতকের জন্ম হয়েছে। প্রসব পরবর্তীতে মা ও নবজাতক সম্পূর্ণ সুস্থ আছেন এবং চিকিৎসক ও নার্সদের আন্তরিক পর্যবেক্ষণে রয়েছে।
নবজাত ৪ শিশুদের মধ্যে ৩ জন মেয়ে এবং ১ জন ছেলে।
গত রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. জাবেদ। জন্ম দেওয়া ফুটফুটে চার নবজাতকের মায়েরা হলেন হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের মাইদা সাবিদ মাইশা (২০) ও ইসলামিয়া হাট এলাকার জ্যোৎস্না বেগম (২৯) এবং পার্শ^বর্তী ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের বর্ণা পাল (২৪) ও হ্যাপি পাল (২৫)।
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্র জানায়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী এই দীর্ঘ ছুটিতে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ে সেবা (প্রসব সেবা, প্রসব পূর্ব পরিচর্যা, প্রসব পরবর্তী মা ও শিশু পরিচর্যা, কিশোর-কিশোরী সেবা, প্রজনন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা সেবা ও সাধারণ চিকিৎসা সেবা) কার্যক্রম অব্যাহত রেখেছেন সংশ্লিষ্ট দায়িত্বরত চিকিৎসক ও অন্যান্যরা। এরই ধারাবাহিকতায় ঈদুল আযহার ছুটির মধ্যে (৫ জুন- ১২ জুন) উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. মুমতাহিনা আলমের সার্বিক তত্ত¡াবধানে স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শিকা লিপি দাশ গুপ্তা নরমাল ডেলিভারিগুলো সম্পন্ন করেন।
এদিকে স্বাস্থ্য সেবা নিতে আসা ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের প্রসূতি বর্ণা পাল ঈদের দীর্ঘ ছুটিতেও কাঙ্খিত সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রেগুলোতে পর্যায়ক্রমে ফতেপুরের মতো সব জায়গায় প্রসব সেবা চালু থাকা বেশি জরুরি। যদি চালু থাকতো তাহলে আমার মতো দূরবর্তী উপজেলা থেকে গর্ভবতী মায়েরা প্রসবপূর্ব পরিচর্যাসহ নিরাপদ নরমাল ডেলিভারি সেবার মাধ্যমে মা ও শিশু স্বাস্থ্য সেবা শতভাগ নিশ্চিত করা যেত।
নরমাল ডেলিভারি সফলভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুরাদ হোসেন। তিনি বলেন, দেশের প্রতিটি উপজেলায় একটি করে মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। হাটহাজারী উপজেলার ফতেপুর স্বাস্থ্য কেন্দ্রটি তার অন্তর্ভুক্ত। নিয়মিত সেবা প্রদানের পাশাপাশি এই ঈদের ছুটিতে কেন্দ্রটিতে গর্ভবতী মাসহ ৫২ জন রোগী স্বাস্থ্য সেবা গ্রহণ করেছে। এরমেধ্যে নরমাল ডেলিভারিতে ফুটফুটে চার নবজাতক জন্ম নেওয়ার বিষয়টি আমাদের জন্য বেশ আনন্দের। তাই, সেই সকল প্রসূতি মায়েদের অভিভাবকদেরকে তিনি বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন যারা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রেগুলোর প্রতি আস্থা ও বিশ্বাস রেখেছেন।