ঈদুল আযহা উপলক্ষে রাঙ্গুনিয়ায় ভিজিএফ চাল বিতরণ

1

রাঙ্গুনিয়া প্রতিনিধি

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাঙ্গুনিয়ার ১৫টি ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে। এর আওতায় দরিদ্র জনগোষ্ঠির মাঝে প্রতিজনকে বিনামূল্যে ১০ কেজি করে চাল দেয়া হচ্ছে। এভাবে উপজেলার ১৫ ইউনিয়নের ১৫৫.৩৮০ টন চাল বিতরণ করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। এতে উপকৃত হচ্ছেন তৃণমূলের সাধারণ দরিদ্র মানুষ। বুধবার (২৮ মে) উপজেলার লালানগর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর মোহাম্মদ হানিফ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় স্থানীয় বিএনপি, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. তাজ উদ্দিন জানান, ইউনিয়নের ৭০০ জন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ৭ টন চাল বিতরণ করা হয়েছে। বিতরণ কার্যক্রমের শুরুতে চারজন উপকারভোগীর মাঝে চাল কম পড়েছিল। পরে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে প্রতিজনকে ১০ কেজি হারে চাল বিতরণ সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়। এসময় সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে সুষ্ঠু বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন।