নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রির দিনকে হিসেবে নিলে ট্রেন যাত্রা শুরু হয়েছে ৩১ মে। যদিও ঈদের ছুটি শুরু হচ্ছে আজ। ঈদযাত্রাকে কেন্দ্র করে ট্রেনে শিডিউল বিপর্যয় যাতে না ঘটে তা নিয়ে সতর্কাবস্থানে থাকার কথা জানিয়েছিল রেল কর্তৃপক্ষ। কিন্তু কথা রাখতে পারেনি। ঈদযাত্রার শুরু থেকে গত চারদিন ধরেই বিভিন্ন ট্রেন নির্ধারিত সময়ে চট্টগ্রাম রেল স্টেশন ছাড়তে পারেনি। যে কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
গতকাল জামালপুরগামী বিজয় এক্সপ্রেস নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পরে এবং চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ৩০ মিনিট পরে চট্টগ্রাম স্টেশন ছাড়ে। বিজয় এক্সপ্রেস সকাল সোয়া ৯টায় ছাড়ার কথা থাকলেও ছাড়ে দুপুর সোয়া ১২টায়। আর মেঘনা এক্সপ্রেস বিকেল সোয়া ৫টার পরিবর্তে সন্ধ্যা পৌনে ৬টায় ছাড়ে। গুরুত্বপূর্ণ এই দুটি ট্রেনের এমন শিডিউল বিপর্যয় স্টেশনে যাত্রীদের ভিড় জমে যায়। অনেকেই ‘নিরাপদ বাহন’ ট্রেন নির্ধারিত সময়ে স্টেশন না ছাড়ার জন্য রেল কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দুষছেন।
চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেসের যাত্রী শওকত আলম বলেন, ‘নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগেই স্টেশনে আসি। কিন্তু নির্ধারিত সময়ে ট্রেন না ছাড়ায় স্টেশনে ভোগান্তিতে পড়তে হয়েছে। পুরুষ মানুষ হিসেবে আমরা বিষয়টি মানতে পারলেও মহিলা ও বাচ্চাদের খুবই দুর্ভোগ পোহাতে হয়েছে। অনেক আগে ট্রেন যাত্রা সুন্দর ব্যবস্থাপনার কথা বলা হলেও বাস্তবে চরম অব্যবস্থাপনাই মানুষ ঈদে বাড়ি যাচ্ছে।’
জামালপুরগামী বিজয় এক্সপ্রেসের যাত্রী আরাফাত হোছাইন বলেন, ‘এক ঘণ্টা দেরি যেখানে মানতে কষ্ট হয় তখন তিন ঘণ্টা দেরি হয়েছে। এমনকি ট্রেনই এসেছে নির্ধারিত সময়ের আরও এক ঘণ্টা। রেল কর্তৃপক্ষ এর দায় এড়াতে পারে না।’
রেলওয়ে জানায়, ট্রেন আসতে দেরি হওয়ায় ছাড়তে দেরি হয়েছে। ইঞ্জিনের কারণেও সংকট হয়েছে। ট্রেন আসতে দেরি হলে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরবর্তী গন্তব্যে রওনা দেয়। যে কারণে ট্রেন চলাচলে শিডিউল বিপর্যয় হচ্ছে। প্রতিদিন দুই তিনটি ট্রেন সূচি অনুযায়ী স্টেশন ছাড়ছে না।
রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, বিজয় এক্সপ্রেস জামালপুর থেকে চট্টগ্রামে আসতে দুই ঘণ্টা দেরি করায় আবার স্টেশন ছাড়তে দেরি হয়েছে। কারণ একটা ট্রেন আসার পর পরিচ্ছন্ন করে পুনরায় ছাড়তে দেরি হয়। ইঞ্জিন যথাসময়ে না পাওয়ার কারণেও নির্ধারিত সময়ে ট্রেন ছাড়া হয়নি। এ দুটি ট্রেন ছাড়া বাকি সব ট্রেন নির্ধারিত সময়ে স্টেশন ছেড়েছে।