ঈদগাঁও প্রতিনিধি
কক্সবাজারের ঈদগাহ্ রশিদ আহমদ কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল আবেগঘন পরিবেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক আজিজুর রহমান। কলেজের অধ্যক্ষ মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গভর্নিং বডির অভিভাবক সদস্য মোজাম্মেল হক কোম্পানি এবং সদস্য আবদুস শুক্কুর। অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের আগামির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে এবং মেধা, মনন ও নৈতিকতায় দেশ ও সমাজের গর্ব হওয়ার আহবান জানান। দোয়া মাহ্ফিলে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।