কক্সবাজার সদরের ঈদগাঁহ-জালালাবাদের ত্রাস বহু অপকর্মের হোতা শীর্ষ ইয়াবা ব্যবসায়ী ফোরকান আহমদ প্রকাশ গুটি ফোরকানকে আটক করেছে পুলিশ। পরে তার আস্তানায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি বন্দুক ও আরেকটি কার্তুজ উদ্ধার করা হয়।
গত ১০ মার্চ রাতে তাকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করলেও পরবর্তী তার স্বীকাররোক্তি মোতাবেক আস্তানার খাটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থা থেকে একটি বন্দুক ও কার্তুজ উদ্ধার করা হয়। সে জালালাবাদ ইউনিয়নের পূর্ব মিয়াজী পাড়া এলাকার মৃত ছৈয়দ আলমের ছেলে বলে জানা গেছে। ঈদগাঁহ পুলিশ তদন্ত কেন্দ্র সূত্রে জানা যায়, আটককৃত ফোরকানের বিরুদ্ধে ৫/৬ টি মামলা রয়েছে। তাছাড়া এলাকায় ইয়াবা ব্যবসা ও সেবন, লোকজন ধরে এনে মুক্তিপণ আদায়, কথায় কথায় অস্ত্র প্রদর্শনসহ নানা অপরাধ করে আসছিল। তাকে নজরদারিতে রাখেন স্থানীয় পুলিশ। আটকের দিন রাতে তার আস্তানার অদূরে ইয়াবা সেবনের সংবাদ পেয়ে তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামানের নির্দেশে এসআই জালাল আহমদ ভুঁইয়া, এএসআই মহি উদ্দীনসহ একদল ফোর্স সেখানে অভিযান চালিয়ে ফোরকানকে আটক করে। অভিযানের উপস্থিতি টের পেয়ে তার অপরাপর সহযোগিরা পালিয়ে যায়। যদিও বা পুলিশ বলছে তাদেরকেও আটকের চেষ্টা চলছে। ঈদগাঁহ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান জানান, বৃহত্তর ঈদগাঁহ এলাকাতে কোন অপরাধীর স্থান হবে না। তারা যতই বড় সন্ত্রাসী মাস্তান হোক না কেন তাদের আইনের আওতায় আনা হবে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্টদের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।