ঈদগাঁও প্রতিনিধি
কক্সবাজারের ঈদগাঁও থানার নাকের ডগায় চলছে স্থানীয় মনু কোম্পানির জমজমাট জুয়াখেলা। উপজেলার কাঞ্চনমালাস্থ আস্তানায় চলছে নতুন স্টাইলে ননস্টপ জুয়াখেলা। যার কারণে কাঞ্চনমালা এখন জুয়ার আস্তানা হিসেবে পরিচিত। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত জুয়া খেলায় মাতোয়ারা হয়ে উঠেছে স্থানীয় যুবকরা। তাদেরকে সহযোগিতা করছে স্থানীয় মনু কোম্পানি। তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পাচ্ছেনা এলাকার সাধারণ মানুষ।
অভিযোগ রয়েছে, উপজেলার ইসলামপুর নতুন অফিস ও নাপিতখালীর জুয়াড়িরা এ আসর বসায়। তাদের সাথে পুলিশ প্রশাসনের দহরম মহরম থাকায় হরদম জমে উঠেছে জুয়াখেলা। জুয়াখেলার কারণে এলাকার পরিবেশ দিন দিন নষ্ট হচ্ছে বলে জানালেন স্থানীয়রা।
সুত্র জানায়, ইসলামপুর ডুলাফকির মাজারের উত্তর পাশে রাতে বসে জুয়ার আসর। এ আসরে রাতদিন নেতৃত্ব দিয়ে আসছেন মনু কোম্পানি। তিনি নতুন অফিস ও নাপিতখালীর জুয়াড়িদের নিয়ে আসর বসায়। এ আসরে চলে মদ গাজাঁসহ নানা অসামাজিক কার্যকালাপ। স্থানীয় উঠতি বয়সের যুবকরা এ আসরে জড়িত হয়ে এলাকায় চুরি ডাকাতিতে জড়িয়ে পড়েছে। তাদেরকে বাঁধা দিতে গিয়ে চরম হুমকিতে পড়েছেন এলাকার জনপ্রতিনিধি।
ইসলামপুর ইউপির জনৈক মেম্বার নাম প্রকাশ না করার শর্তে জানান, জুয়াড়িদের কারণে শিক্ষার্থীরা চলাফেরায় মহাবিপাকে পড়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশও নষ্ট হচ্ছে দিনের পর দিন। তারা হয়ত প্রভাবশালী, যার কারণে থানা পুলিশ জেনেও না জানার ভান করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক মাদ্রাসার এক শিক্ষক জানান, জুয়াড়িরা এত বেপরোয়া যে স্থানীয়রা তাদের কাছে অসহায়। তাদের কারণে এলাকার পরিবেশ বিষিয়ে উঠেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য তিনি পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
ঈদগাঁও থানার সেকেন্ড অফিসার এসআই জুয়েল এ ব্যাপারে বলেন, তিনি জুয়াড়িদের খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।