ঈদগাঁও প্রতিনিধি
কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলা প্রশাসনের সিংহভাগ দফতর স্থাপন না হওয়ায় পর্যাপ্ত জনবলের অভাবে নাগরিক সুবিধা নিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছে উপজেলার লাখো জনগণ ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশের নবগঠিত ৪৯৫ তম উপজেলা হচ্ছে ঈদগাঁও। এ উপজেলার জন্য অনুমোদিত দফতর হচ্ছে চব্বিশটি। যদিও অতি স্বল্প সংখ্যক দফতর ও জনবল নিয়ে প্রায় দুই বছর পূর্বে ভাড়া ভবনে এ উপজেলার প্রশাসনিক কার্যক্রম শুরু হয়। বিগত দীর্ঘ সময়েও পনেরটি দফতর এখনো স্থাপন হয়নি। চব্বিশটি দফতরের মধ্যে নয়টির কার্যক্রম চললেও সেখানেও পর্যাপ্ত জনবল নেই। এর মধ্যেও দুটির কার্যক্রম চলে ভিন্ন উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে। উপজেলা প্রশাসনের যে দফতরগুলো এখনো স্থাপন হয়নি সেগুলো হলো- ভ‚মি, হিসাবরক্ষণ, শিক্ষা, প্রকৌশল, আনসার ও ভিডিপি, খাদ্য, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ( হাসপাতালসহ), কৃষি, প্রাণী সম্পদ, মৎস্য, মহিলাবিষয়ক অফিস, পল্লী উন্নয়ন, মাধ্যমিক শিক্ষা ও উপজেলা পরিসংখ্যান অফিস।
নবগঠিত এ উপজেলায় এখনো পর্যন্ত উক্ত দফতরগুলো স্থাপন না হওয়ায় ভিন্ন উপজেলা ও জেলার সংশ্লিষ্ট কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্বে দফতরগুলোর কার্যক্রম সীমিত পরিসরে চলছে। যা সেবা ও সুবিধা প্রার্থী উপজেলাবাসীর ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ভিন্ন উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তাদের উপজেলার দফতরেই ওই উপজেলার কার্যক্রম পরিচালনা করছেন। ভোগান্তির শিকার জনগণের দাবি, স্থায়ী উপজেলা কমপ্লেক্স না হওয়া পর্যন্ত ভাড়া ভবনে হলেও ওই গুরুত্বপূর্ণ দফতরগুলো স্থাপন করে জনভোগান্তি লাঘবে ব্যবস্থা নেয়া হোক।
ঈদগাঁও উপজেলা বিএনপি সভাপতি আবুল কালাম বলেন, উপজেলার সব দফতর দীর্ঘ সময় পরও স্থাপন না হওয়ায় জনগণ উপজেলার পূর্ণাঙ্গ সুফল ভোগ করতে পারছে না। তাই তিনি জনগণের কষ্ট লাগবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
বাংলাদেশ জামায়াত ইসলামী উপজেলা আমীর মওলানা ছলিম উল্লাহ জিহাদী বলেন, উপজেলার নাগরিক সুবিধার পূর্ণ স্বাদ এখনো জনগণ পাচ্ছে না। তাই জনগণ ভোগান্তি উত্তরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ জরুরি।
ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান মওলানা দেলোয়ার হোসাইন বলেন, অফিসগুলো স্থাপন হলে নাগরিক সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে যাবে। তিনি সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন জানান, উপরোক্ত গুরুত্বপূর্ণ অফিসগুলো চালু হলে জনভোগান্তি লাঘব হবে। এর পাশাপাশি উপজেলার শিক্ষা কার্যক্রম বেগবান করতে মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা দফতর স্থাপন অতি জরুরি।
এ বিষয়ে ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা জানান, নবগঠিত এ উপজেলা পরিষদের জন্য অনুমোদিত দপ্তরমূহের মধ্যে কয়েকটি ছাড়া সকল দপ্তর এখনো পূর্ণাঙ্গ রূপে নিয়মিত কার্যক্রম শুরু করেনি। ফলে জনসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে বেগ পেতে হচ্ছে। দ্রæততম সময়ের মধ্যে সকল বিভাগ নিয়মিত কার্যক্রম শুরু করলে সরকরি সেবা পাওয়ার ক্ষেত্রে উপজেলাবাসী উপকৃত হত।