ঈদগাঁও প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, এদেশের ছাত্র সমাজ আমাদেরকে নতুন বাংলাদেশের সন্ধান দিয়েছে। তাই ছাত্র সমাজের আকাক্সক্ষার বাংলাদেশ বিনির্মাণে জামায়াত- শিবিরের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি ১৬ আগস্ট দুপুরে কক্সবাজারের ঈদগাঁও উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদগাঁও সাংগঠনিক উপজেলা আমীর মাওলানা ছলিম উল্লাহ জিহাদী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াত আমীর ও হোয়াইক্ষং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও কক্সবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুফতি হাবিবুল্লাহ, সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট সলিম উল্লাহ বাহাদুর ও শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা ও ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন।
ঈদগাঁও উপজেলা জামায়ত সেক্রেটারি মাওলানা নুরুল আজিমের পরিচালনায় এ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াত নেতা মাস্টার ছৈয়দুল আলম হেলালী, মাওলানা ছৈয়দুল হক, কক্সবাজার শহর শাখা শিবির সভাপতি আলী হোছাইন, ঈদগাঁও উপজেলা শিবির সভাপতি হাফেজ সাহেদ মোস্তফা, ঈদগাঁও কলেজ শিবির সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, ঈদগাঁও উপজেলা শিবির সেক্রেটারি সাদমান সাকিব নিশাত প্রমুখ।
প্রধান অতিথি আরো বলেন, ছাত্র আন্দোলনের দাবির সাথে একাত্মতা পোষণ করে সেনাপ্রধান ঝুঁকি নিয়ে দেশের হাল ধরেছিলেন বলেই দীর্ঘদিনের স্বৈরাচারী শাসন থেকে এ দেশ মুক্ত হয়েছে। দেশের ক্রান্তিকালে সেনাবাহিনীর এ বলিষ্ঠ ভূমিকা প্রশংসারযোগ্য। দেশকে দ্বিতীয়বার স্বাধীন করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ঐতিহাসিক ভূমিকা রেখেছে তার জন্য তাদের বিরোচিত সংবর্ধনা দেয়া উচিত বলে মন্তব্য করেন। তরুণ ছাত্র সমাজ ও সর্বস্তরের জনগণ বিজয়ের যে ঐতিহাসিক সূচনা করেছেন তাকে অবশ্যই সদ্ব্যবহার করতে হবে।
তিনি সংখ্যালঘু ইস্যুতে বলেন, একটি মহল অসা¤প্রদায়িকতার জিগির তুলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছিল। কিন্তু তাতে তারা সফল হতে পারেনি। আওয়ামী লীগের পাতি নেতারাই অভিযোগ উঠা এসব মন্দিরে হামলা চালিয়েছে। শেখ হাসিনার পতন কোন দলের একার বিজয় নয়। এটা ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়।
প্রধান অতিথি কোটাবিরোধী আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রæত আরোগ্য কামনা করেন। সমাবেশ পরবর্তী সংঘটিত ছাত্র আন্দোলনে ঈদগাঁওতে পুলিশের গুলিতে নিহত ইসলামাবাদের পশ্চিম গজালিয়ার দাখিল দশম শ্রেণি পড়ুয়া শহীদ নুরুল মোস্তফার বসত ঘরে ছুটে যান এবং পরিবারের খোঁজ খবর নেন। তিনি এসময় শহীদের পরিবারের হাতে নগদ ১ লক্ষ টাকার সহযোগিতা তুলে দেন এবং আগামীতে সম্ভাব্য সবরকম সহযোগিতার আশ্বাস দেন।