ঈদগাঁও উপজেলা জামায়াতের প্রস্তুতি সভা

1

ঈদগাঁও প্রতিনিধি

আমীরে জামায়াতের আগমন উপলক্ষে কক্সবাজারের ঈদগাঁও উপজেলা জামায়াতের এক প্রস্তুতি সভা উপজেলা আমীর মাওলানা সেলিম উল্লাহ জিহাদীর সভাপতিত্বে মঙ্গলবার বিকেলে স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। তিনি বলেন, ৮ ফেব্রæয়ারি কক্সবাজারে আমীরে জামায়াতের আগমনে জেলা ব্যাপী উৎসাহ – উদ্দীপনা সৃষ্টি হয়েছে। জামায়াতের প্রতি দেশবাসীর প্রত্যাশা পূরণে আমীরে জামায়াতের এ সফর একটি মাইলফলক হবে। তিনি জেলাবাসীকে সার্বিক সহযোগিতার আহŸান জানান। উপজেলা সেক্রেটারি মাওলানা নূরুল আজিমের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোছাইন, উপজেলা নায়েবে আমীর মাওলানা ছৈয়দ নূর হেলালী প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।