ঈদগাঁওর ইউএনও’কে স্ট্যান্ডরিলিজের দাবিতে স্মারকলিপি

1

ঈদগাঁও প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা ইউএনও বিমল চাকমাকে স্ট্যান্ড রিলিজ ও তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি পেশ ও অভিযোগ দায়ের করেছেন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এতে অতি সম্প্রতি ঘটে যাওয়া আলোচিত গরুকাÐকে কেন্দ্র করে অবৈধ লেনদেনসহ নানা অনিয়ম উলে¬খ করা হয়েছে। পৃথক সময়ে এ অভিযোগ ও স্মারকলিপি দায়ের করা হয়। প্রাপ্ত তথ্যে জানা যায়, গত ৬ মে ঈদগাঁও উপজেলা সহকারী কমিশনার ভূমি(অতিরিক্ত দায়িত্ব) শারমিন সুলতানা রাজস্ব ফাঁকি দিয়ে আনা ১৫৫টি গরু-মহিষ হিসেবে জব্দ করেন। নানা দেনদরবারের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা জব্দকৃত গরু-মহিষ ছেড়ে দেন।
এ নিয়ে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রচার হলে তোলপাড় শুরু হয়। এর পর থেকে ঘটনাটি ধামাচাপায় ইউএনও কার্যালয়, ইউএনও’র বাসা ও বাইরে গোপন স্থানে দফায় দফায় বৈঠক ও দৌড়ঝাঁপ চলতে থাকে।
এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা যোগদানের পর থেকে ঘুষ, দুর্নীতি, অনিয়ম, সিন্ডিকেট বাণিজ্য, অবৈধ আর্থিক লেনদেন, মাসোহারা গ্রহণ, অবৈধ অর্থের বিনিময়ে টপসয়েল লুটে সহায়তাকরণ, ইজারার পরিবর্তে দফায় দফায় রাজস্ব ফাঁকি দিয়ে বালি মহালের অবৈধ মেয়াদ বৃদ্ধি, অবৈধ করাত কল সচলে সহযোগিতাকরণ, ঘুষের বিনিময়ে ইট ভাটা চালু, কৌশলে রাজস্ব ফাঁকিসহ তার বিরুদ্ধে আরো বিভিন্ন অপকর্ম স্মারকলিপিতে উলে¬খ করেন।
এতে আরো উলে¬খ করা হয়, ইউএনও বিমল চাকমা বিভিন্ন সিন্ডিকেটের চাহিদামত প্রশাসনিক কার্যাক্রম পরিচালনা করে আসছেন।
বিভিন্ন পত্র পত্রিকায় ইতিমধ্যে ফলাও করে প্রচারিত হয়েছে তার কর্মকান্ড। যার কারণে উপজেলা প্রশাসনের উপর সাধারণ জনগণের চরম আস্থার সংকট সৃষ্টি হয়েছে।
উপজেলার সর্বসাধারণের দাবি অনিয়ম ও দুর্নীতির বর পুত্র নির্বাহী কর্মকর্তা বিমল চাকমার বিরুদ্ধে বিভাগীয় ব্যাবস্থা গ্রহণের দাবিতে জাতীয় নাগরিক পার্টি ঈদগাঁও, ঈদগাঁও মানবিক ফাউন্ডেশন, জাতীয় নাগরিক পার্টি সংগঠক ও ছাত্র প্রতিনিধি ঈদগাঁও নেতৃবৃন্দ উপজেলাবাসীর পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন, বিভাগীয় কমিশনার ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগকারীদের মধ্যে ঈদগাঁও উপজেলা নাগরিক পার্টির সদস্য এডভোকেট শেখ আহমদ ফারুকী বলেন , নবগঠিত এ উপজেলাকে দুর্নীতিমুক্ত রাখতে অনিয়ম ও দুর্নীতিতে জড়িত কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
ঈদগাঁও মানবিক ফাউন্ডেশনের উপদেষ্টা এডভোকেট মোবারক সাইদ বলেন, উপজেলাটি প্রতিষ্ঠা হওয়ার পেছনে জনগণের অক্লান্ত পরিশ্রম রয়েছে। শুরুতেই যদি দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের লাগাম টেনে ধরা না হয় উপজেলার সুফল ভোগ সুদূরপরাহত হবে।
অভিযোগ ও স্মারকলিপির বিষয়ে জানতে কক্সবাজার জেলা প্রশাসক মোঃ সালাহউদ্দিনের মোবাইলে যোগাযোগ করা হয়েছে। তিনি লিখিত অভিযোগের কথা স্বীকার করেছেন।