ঈদগাঁও প্রতিনিধি
কক্সবাজারের ঈদগাঁও উপজেলা সিএনজি, অটো রিক্সা ও টেম্পু শ্রমিকদের মধ্যে তীব্র মতানৈক্য শুরু হয়েছে। জেলা শাখা নিয়ন্ত্রণাধীন বাস স্টেশনের ঈদগাঁও শাখার একদল শ্রমিক ভিন্ন নামে যাত্রা শুরু করেছে। সমিতির কার্যক্রম পরিচালনায় নানা অনিয়ম, অব্যবস্থাপনা ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে এ পক্ষটি ভিন্ন প্ল্যাটফর্ম গড়ে তোলে। অথচ তারা দীর্ঘ ২০ বছর একই প্ল্যাটফর্মে পরিচালিত হতো। পরিবহন শ্রমিকদের এ সমিতির মূল সংগঠন হচ্ছে “কক্সবাজার জেলা সিএনজি, অটোরিকশা, মাহিন্দ্রা, টমটম, টেম্পু সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। এর রেজিঃ নম্বর হচ্ছে ১৪৯১। ঈদগাঁও বাস স্টেশনে দীর্ঘ বছর এ সংগঠনের অপারেশনাল কার্যালয় রয়েছে। গেল পাঁচ আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে সংগঠনটিতে ধাক্কা লাগে। শ্রমিকদের একটা অংশ বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করতে থাকে। অভিযোগের বিষয় নিয়ে তারা জেলা সংগঠন কর্তৃপক্ষ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের বিভিন্ন স্তরে মৌখিক ও লিখিতভাবে অবহিত করে। গত ২ জানুয়ারি তারিখ এ অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করার জন্য নির্দেশনা দেয়া হয় ঈদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরীকে। তিনি তার ইউনিয়ন পরিষদে বিবদমান পক্ষদয়কে ডেকে তাদের জবানবন্দি গ্রহণ করেন। পরে সরেজমিন তদন্তে তিনি দেখতে পান যে, নিয়ম থাকা সত্বেও বিগত ২০ বছর যাবত এ সংগঠনের কোন নির্বাচন অনুষ্ঠিত হয়নি। বরং এ সংগঠনের নাম ব্যবহার করে নানা অনৈতিক কার্যক্রম চালানো হচ্ছিল। তিনি তার প্রতিবেদনে এ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সাধারণ শ্রমিকদের টাকা আত্মসাৎ করে আসছে বলে উল্লেখ করেন। এ প্রতিবেদনের ভিত্তিতে ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমার হস্তক্ষেপে উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয় থেকে প্রতিবাদী শ্রমিকরা নতুন একটি সংগঠনের নিবন্ধন লাভ করে। এ সংগঠনের নাম হচ্ছে “ঈদগাঁও উপজেলা সিএনজি, অটো রিক্সা ও টেম্পু শ্রমিক সমবায় সমিতি লিমিটেড।” এদিকে নবগঠিত এ সমিতির কার্যক্রমে হস্তক্ষেপ ও শ্রমিকদের হেনস্তার প্রতিবাদে শনিবার বিকেলে বাস স্টেশনে প্রতিপক্ষের বিরুদ্ধে আরো নানা অভিযোগ তোলা হয়। এতে বক্তব্য রাখেন সমবায় সমিতির অর্থ সম্পাদক মোঃ আব্দুল গফুর, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে নবী আলম পুতু, নুরুল আজিম।
এসময় শ্রমিকদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল কালাম, আনোয়ার, জুবাইর, আরাফাত, আবুল কাশেম, আমির হোসেন, দেলোয়ার হোছন, শাহাবুদ্দিন, ফারুক, সাদেক, এহসানু প্রমুখ।অন্যদিকে এর অব্যবহিত পরে মূল সংগঠনের কার্যালয়ে প্রতিপক্ষের আনিত অভিযোগ নাকচ করে আত্মপক্ষ সমর্থন করেন বর্তমান শ্রমিক নেতৃবৃন্দ। এতে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠন সভাপতি আবু তাহের মুন্না। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল আজিম, শ্রমিক নেতা মোজাহের আহমদ বাচ্চু, আব্দুস সালাম, ফোরকান আহমদ, বাহাদুর, মোসলেম উদ্দিন, শফিউল আলম, জসীম উদ্দীন, মাহফুজ, রবি মল্লিক, মমতাজ, শুক্কুর প্রমুখ।