ঈদগাঁওয়ে বিউটি পার্লারে পুরুষ দিয়ে নারীদের সাজগোছের অভিযোগ

1

ঈদগাঁও প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁওয়ে পার্লারের আড়ালে সৌন্দর্য পিপাসু নারীদের ফাঁদে ফেলে পুরুষ দিয়ে সাজগোজের গুরুতর অভিযোগ উঠেছে। এ নিয়ে এক তরুণীর বিয়ে ভেঙ্গে যাওয়ার ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে।
সূত্রে জানা যায়, দক্ষিণ চট্টগ্রামের বাণিজ্যিক রাজধানী খ্যাত ঈদগাঁও বাজারের ছাগল বাজারের নূর টাওয়ারের দ্বিতীয় তলায় ঈদগাঁহ বিউটি পার্লার নামক এক প্রতিষ্ঠানে পার্শ্ববর্তী উপজেলা চৌফলদন্ডীর সানি নামের এক পুরুষ কর্মী দীর্ঘদিন যাবত অভিনব প্রতারণায় সৌন্দর্য পিপাসু নারীদের ফাঁদে ফেলে সাজগোজে বাধ্য করে আসছে।
খোঁজ নিয়ে জানা যায়, নারীরা এ পার্লারে গেলে প্রথমে দুই কিশোরী পার্লার কর্মী সাজানোর প্রস্তুতি হিসেবে প্রাথমিক কাজ শেষ করে এ পুরুষ কর্মীকে সৌন্দর্য বর্ধনের নিপুণ কারিগর হিসেবে উপস্থাপন করে তাকে দিয়ে নারীদের সাজগোজ করাতে বাধ্য করে। নারীরা নিয়মিত এ জঘণ্য প্রতারণার শিকার হলেও দুর্নাম থেকে বাঁচতে নিরবে এ প্রতারণা সহ্য করে আসছে। এমন কি পুরুষ দিয়ে সাজগোজের বিষয়টি ক্যামেরায় ধারণের ভয়ে মুখ খোলার সাহস করেন না কোনো ভুক্তভোগী।
স¤প্রতি এ পুরুষ কর্মী সানি বাজারের এক দোকানে পণ্য ক্রয় করতে গেলে তাকে দেখে অপর পুরুষ ক্রেতা ক্ষিপ্ত হয়ে, এ ছেলেটি তার নববধূকে সাজানোর ঘটনা ফাঁস হলে অনুষ্ঠানস্থলে বিয়ে ভেঙে দেওয়া হয় বলে গুরুতর অভিযোগ তুলে। এতে ঐ যুবক দ্রুত স্থান ত্যাগ করে নিজেকে রক্ষা করে। এ ঘটনা জানাজানি হলে আশপাশের ব্যবসায়ী ও ভুক্তভোগীরা জানান, ঈদগাঁহ বিউটি পার্লারের মালিক আবছার দীর্ঘদিন যাবত এ জঘণ্য প্রতারণা করে আসছে। সরেজমিনে গিয়ে সাইনবোর্ড এ পার্লারের স্বত্বাধিকারী সামিরা সোলতানা ও মোশরফা নামের দুই নারীর নাম দেখা গেলেও প্রকৃত মালিক হচ্ছে নুরুল আবছার। অভিযোগ উঠা পার্লার মালিক নুরুল আবছারের সাথে সরাসরি কথা হলে তিনি দীর্ঘদিন যাবত নারী কর্মীর পাশাপাশি সানী নামের পুরুষ কর্মী দিয়ে কাজ করানোর কথা স্বীকার করে বলেন, অভিযোগ উঠায় তাকে দিয়ে এখন কাজ করান না। তবে তাকে দিয়ে কেউ করাতে চাইলে ডেকে আনেন। তার কারণে বিয়ে ভেঙে যাওয়ার বিষয়ে জানতে চাইলে অস্বীকার করেন।
অভিযুক্ত পার্লার কর্মী সানির সাথে মোবাইল কথা হলে জানান, তিনি এখনো মালিক ডাকলে গিয়ে সাজগোজের কাজ করে দেন বলে স্বীকার করেন।
ঈদগাঁও থানার সেকেন্ড অফিসার এসআই আছাদুর রহমানের সাথে এ বিষয়ে কথা হলে তিনি জানান, কোনো ভুক্তভোগী থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।