ঈদগাঁওয়ে বন্যহাতির আক্রমণে নারীর মৃত্যু

2

ঈদগাঁও প্রতিনিধি

কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের আওতাধীন নাপিতখালী বিটের মোজাহেরঘোনা নামক এলাকায় বন্যহাতির আক্রমণে আহত আনোয়ার বেগম (৫২) নামে এক নারীর চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। ২৭ ফেব্রæয়ারি সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নাপিতখালী বিটে ঘটে এ ঘটনা। ৭দিন পর বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আনোয়ারা বেগম ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের পূর্ব নাপিতখালী চাকার দোকান গ্রামের মোহাম্মদ হোসেনের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেন, উপজেলা ছাত্রদল সাবেক আহবায়ক নুরুল হুদা নকশা। তিনি বলেন, ঔ নারী বর্গা জমি নিয়ে চাষ করতেন। এদিন কাজ শেষে বাড়ি ফিরছিলেন। তার সাথে ছিলেন রুপবান নামে অপর এক নারী। সে পালিয়ে জানে রক্ষা পান। দীর্ঘ ১ সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে সে মারা যায়। একইদিন তার নামাজে জানাযা শেষে দাফন করা হয়েছে এবং পরিবারের পক্ষ থেকে বনবিভাগকে বিষয়টি জানানো হয়েছে।
ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা রাশিক আহসান বলেন, ঘটনাটি দুঃখজনক, ভুক্তভোগী পরিবারকে লিখিত আবেদন করতে বলা হয়েছে। তাছাড়া সরকারি নিয়ম মোতাবেক যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।