ঈদগাঁও প্রতিনিধি
কক্সবাজারের ঈদগাঁওয়ে আসন্ন এসএসসি ও দাখিল পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নিয়মাবলী জ্ঞাতকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। কমিটির চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা এতে প্রধান অতিথি হিসেবে নির্দেশনা প্রদান করেন। শুরুতে পরীক্ষার নিয়মাবলী সংক্রান্ত পত্র বিতরণ করেন পরীক্ষা কমিটির সদস্য আনিসুর রহমান। এতে কেন্দ্র কর্মকর্তা ও কক্ষ পর্যবেক্ষকগণ নিজ নিজ পরিচিতি উপস্থাপন করেন।
কেন্দ্র ও প্রতিষ্ঠানভিত্তিক পরীক্ষার্থীর পরিসংখ্যান উপস্থাপন করেন এসএসসি পরীক্ষা কেন্দ্র কক্স-৪ এর কেন্দ্র সচিব শফিউল আলম, এসএসসি পরীক্ষা কেন্দ্র কক্স-২ এর কেন্দ্র তত্ত্বাবধায়কের প্রতিনিধি আব্দুল মজিদ খান এবং দাখিল পরীক্ষা কেন্দ্র কক্স-২ এর কেন্দ্র সচিব অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ছৈয়দ। পরীক্ষা পরিচালনায় পর্যবেক্ষকের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইসমাইল, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদুল হাসান মোহাম্মদ মহিউদ্দিন, নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম হোছাইনী, খোদাইবাড়ি এ. জি লুৎফুল কবির আদর্শ বালিকা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ছৈয়দ এবং পোকখালি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম। এতে কক্ষ পর্যবেক্ষকদের প্রশ্ন ও দাবির উত্তর বিষয়ে কথা বলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌফলদন্ডী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রেজাউল করিম। আরো উপস্থিত ছিলেন- ভারুয়াখালী দারুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ বদরুল আলম, ইসলামাবাদ মমতাজুল উলুম ফরিদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন এবং ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক শহিদুল হক।