ঈদগাঁওয়ে অপহৃত ৩ জন মুক্তিপণে ছাড়া পেলেন

1

ঈদগাঁও প্রতিনিধি

ঈদগাঁওয়ে অপহৃতরা ফিরে এসেছেন। গত সোমবার সকাল ৭টার দিকে তাদেরকে অপহরণ করা হয়। পরে রাত সাড়ে ৯ টার দিকে মুক্তিপণ দিয়ে তারা মুক্তি পান।
জানা গেছে, কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা থেকে ডাকাতির সময় ৩ জনকে অপহরণ করা হয়। অপহৃতরা হলেন ঈদগড় ইউনিয়নের গুইন্নাপাড়ার শাহজাহানের ছেলে মো. শাহেদ (১৮), ফাতেমার ঘোনা চরপাড়ার মো. আলমের পুত্র স্কুলছাত্র আমির সোলতান (১৪) ও বরিশাল জেলার আরিফুল ইসলাম কুদ্দুস (৪২)। কুদ্দুস নাইক্ষ্যংছড়ির বাইশারী এলাকায় ভাড়া বাসায় সপরিবারে বসবাস করেন।
অপহৃত স্কুলছাত্র আমির সুলতানের পিতা মো.আলম জানান, মুক্তিপণের বিনিময়ে ৩ জন ফিরে এসেছেন। ডাকাতদল ১ লাখ ৮০ হাজার টাকা মুক্তিপণ নিয়েছে। বর্তমানে অপহৃতরা স্ব-স্ব পরিবারে ফিরে গেছেন।
ঈদগাঁও থানার ওসি মো. মসিউর রহমান জানান, অপহৃতরা ফিরেছেন। মুক্তিপণের বিষয়টি তিনি জানেন না। সকাল থেকে দিনভর প্রশাসন অভিযান চালিয়েছে। এই কারণে ডাকাতদল তাদের ছেড়ে দিতে বাধ্য হয়।